ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

ছবি কোলাজ : কালবেলা
ছবি কোলাজ : কালবেলা

‘সত্য | সুন্দর | সাহস’— এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নবযাত্রার তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক কালবেলা। পথচলার শুরু থেকে দেশ-বিদেশের ওলামা-মাশায়েখ, ইসলামী রাজনীতিক, লেখক-বুদ্ধিজীবী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ ছিলেন এই সংবাদমাধ্যমের অটুট সহযাত্রী।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালবেলা পরিবারকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন তারা। সরাসরি ও ফোনালাপে তাদের অনুভূতি শুনেছেন আবু তালহা রায়হান

কালবেলার পথচলা মসৃণ হোক

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নতুন বাংলাদেশে তথ্য সন্ত্রাসকে রুখে দিতে এবং হলুদ সাংবাদিকতাকে প্রতিহত করতে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জায়গায় দায়বদ্ধতা নিয়ে সামনে এগিয়ে আসবে, প্রিন্ট ও অনলাইন ভার্সন উভয় ক্ষেত্রেই তারা জাতির কাছে একটি বিশ্বস্ত গণমাধ্যমে পরিণত হবে—এমনটাই আমাদের প্রত্যাশা। নতুন পথচলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কালবেলাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। ইসলাম ও মানবতার কল্যাণে তাদের যাত্রা মসৃণ হোক, দীর্ঘ হোক।

নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যাক কালবেলা

ড. আহমদ আবদুল কাদের

মহাসচিব, খেলাফত মজলিস

গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তারা জনগণের পাশে থেকে সংবাদ দেওয়ার করার চেষ্টা করেছে। মানুষকে উৎসাহিত করেছে। আমি মনে করি, সংবাদপত্রের এই ভূমিকা অতুলনীয়। জনগণের কাছে এটা সমাদৃত হয়েছে। মানুষ আশাবাদী হয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে কালবেলাও এ দেশের মানুষের মন মানসিকতা অনুযায়ী, বিশেষ করে ধর্মীয় যে চেতনা, সেটা লালন করে এগিয়ে যাবে। নতুন যাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে আমি সংবাদমাধ্যমটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

ইসলামের জন্য কাজ করুক কালবেলা

মাওলানা জুনায়েদ আল হাবিব

সিনিয়র যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

তিন বছর পেরিয়ে চার বছরের যাত্রায় কালবেলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জুলাই আন্দোলনে যেসব মিডিয়া সব ভয়-ভীতি উপেক্ষা করে কাজ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ; তাই আমি আশা করি, ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট, মুসলিম জাতির স্বার্থ সংশ্লিষ্ট এবং ইসলামী তাহজিব-তামাদ্দুনের বিষয়গুলো খেয়াল করে কালবেলা তার কার্যক্রম পরিচালনা করবে। শুভকামনা।

ইসলামের পক্ষে কালবেলার অগ্রযাত্রা অব্যাহত থাকুক

মাওলানা আহমদ আলী কাসেমি

নায়েবে আমির, খেলাফত মজলিস

নতুন যাত্রার তিন বছর শেষ করে চার বছরে পা দিয়েছে দৈনিক কালবেলা। আমরা ইতোমধ্যে তাদের অনেক বস্তুনিষ্ঠ সংবাদ লক্ষ করেছি। নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শুভকামনা।

কালবেলার নিয়মিত পাঠক আমি

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

আমি কালবেলার একজন নিয়মিত পাঠক। তাদের অনেক সংবাদ জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকে। আমরা আশা করব, আগামী দিনেও দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে এবং দেশে যেন নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই স্বার্থে কালবেলা নিরলসভাবে ভূমিকা পালন করবে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিকটিকে শুভেচ্ছা জানাচ্ছি।

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কালবেলার প্রয়াস প্রশংসনীয়

মুফতি মিজানুর রহমান

সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

কালবেলার নিরলস পরিশ্রম, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। নতুন যাত্রার তৃতীয় এই প্রতিষ্ঠাবার্ষিকী হোক এগিয়ে চলার প্রেরণা। বস্তুনিষ্ঠ সংবাদ, ইসলামিক মূল্যবোধ ও দেশপ্রেমের আলোকে সমাজকে আলোকিত করবে কালবেলা—এই প্রত্যাশাই রইল। আল্লাহতায়ালা যেন প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ, নির্ভরযোগ্য ও পাঠকপ্রিয় করে তোলেন—এই দোয়া করছি।

শুভকামীর প্রত্যাশা

মুসা আল হাফিজ

কবি ও গবেষক

সত্য ও বস্তুনিষ্ঠতাকে ধারণ করার নামই সাংবাদিকতা—আর সেই সত্য ও যথার্থতার পথে অবিচল থাকা মানে সত্যনিষ্ঠ সাংবাদিকতা। সংবাদ কেবল তথ্য নয়; সংবাদ হচ্ছে সমাজের বিবেক, জাতির স্মৃতি ও ভবিষ্যতের নকশা। দৈনিক কালবেলা তার প্রতিটি পাতায় সেই দায়িত্বকে বহনের স্বাক্ষর রাখবে, এই প্রত্যাশা পাঠকের। কামনা করি—কালবেলা দেশ ও জাতির পক্ষে ভূমিকা রাখবে, এই পথে সে আরও সাহসী, আরও সৃজনশীল, আরও সত্যনিষ্ঠ হবে।

মানবতার কল্যাণে কালবেলার যাত্রা শুভ হোক

মুফতি রেজাউল করীম আবরার

সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নতুন বাংলাদেশে আমরা মুক্তস্বাধীন ও অপপ্রচার মুক্ত বাস্তবিক সাংবাদিকতা দেখতে চাই। দেশের মৌলিক সমস্যা, মানুষের চাওয়া-পাওয়া, ন্যায্য অধিকার এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত তিনটি চেতনা রয়েছে, সেগুলো বাস্তবায়নে সাংবাদিকদের কার্যকর ভূমিকা দেখতে চাই। নতুন যাত্রার তিন বছর পূর্ণ করে চার বছরে পা দিয়েছে কালবেলা। আমি আশা করি, প্রতিষ্ঠানটি জনগণের চাওয়া-পাওয়া ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে এবং দেশে যেন নতুন কোনো ফ্যাসিজম তৈরি না হয়, সেই স্বার্থে তাদের চেষ্টা অব্যাহত রাখবে। ইসলাম ও মানবতার কল্যাণে কালবেলার যাত্রা শুভ হোক।

ইসলামপন্থিদের ‘পাশে ছিল’ কালবেলা

মাওলানা আতাউল্লাহ আমীন

যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস

বিগত তিন বছরে কালবেলা নিরলসভাবে ইসলামপন্থিদের সংবাদগুলো কাভার করেছে। আমি আশা করি, আগামী দিনগুলোতেও কালবেলা দেশের মানুষের শিকড়ের সন্ধানটা তুলে আনবে; পাশাপাশি খবরের ভেতরের খবর নিয়ে কাজ করবে। নতুন যাত্রার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কালবেলার জন্য অশেষ শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

র‌্যাঙ্কিংয়ে এগোতে উইন্ডিজ সিরিজে বাংলাদেশকে কী করতে হবে?

১০

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

১১

অবশেষে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়েরা

১২

যে উপায়ে পেঁয়াজ কাটলে চোখের পানি ঝরবে না

১৩

‍‌‌‘রক্তচক্ষু উপেক্ষা করে নির্ভয়ে সংবাদ প্রকাশ করছে কালবেলা’

১৪

‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা জনগণের মুখপত্র হিসেবে কাজ করছে’

১৫

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

১৬

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

১৭

যশোর বোর্ডে ২০ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৮

সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার

১৯

স্ত্রীসহ সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা 

২০
X