নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থকদের উপর হামলা করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম এমপির ছেলে সাইফুল আলম দিপুর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভোটারেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান সেনবাগের উপজেলার নবিপুর ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা স্বতন্ত্রের সমর্থকদের উপর এ হামলা করে। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনটি ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ১১৮ টি ভোটকেন্দ্রের ৭৬০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪ শত ৬৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯ শত ৭২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪ শত ৯১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
আসনটিতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া মানিক, জাসদের মশাল প্রতীকের প্রার্থী নাইমুল আহসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী রবিউল হোসাইন, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী তালেবুজ্জামান ও বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী কাজী সরওয়ার আলম।
মন্তব্য করুন