

কুমিল্লার বরুড়া থানা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাসুদ মজুমদার (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক পদে সুজন মজুমদার (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) বরুড়া পৌরসদরের একটি অডিটরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সোহেল খন্দকার (দৈনিক ঢাকা), সহসভাপতি নির্বাচিত শরীফ বিন ওয়াহাব (যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (কুমিল্লার ডাক ও খোরশেদ আলম (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ (কালবেলা) ও সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নিজামী (দৈনিক সংগ্রাম)।
প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম (জাগ্রত টিভি), অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মীর (মনিং২৪), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নয়ন দেওয়ানজী (স্বদেশ জার্নাল) ও সমাজকল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন (গণজাগরণ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন- আরিফ আজগর (ঢাকা পোস্ট), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), সজিবুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), আনজার শাহ (জাতীয় পল্লী সংবাদ) এবং আরাফাত হোসেন (জিটিভি)।
এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন আবুল হোসেন সাজু (প্রেজেন্ট টাইমস) ও মাহবুব কবির (সমাজকণ্ঠ)।
মন্তব্য করুন