প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার (৭ জানুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল ঘুরে দেখে তিনি দায়িত্বরতদের এ নির্দেশনা দেন।
এ সময় মনিটরিং সেলে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা সার্বিক দিক খেয়াল রাখবেন, কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন, নির্দেশনা দেবেন। কাউকে কোনো ছাড় দেবেন না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে বড় মনিটরসহ সারা দেশের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি।
এদিকে সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।
মন্তব্য করুন