ভারতের নবাব পরিবারের সন্তান সাইফ আলী খান। ‘পতৌদি’ নবাব পরিবারের দশম নবাব এই বলিউড স্টার। তার বাবা প্রয়াত মনসুর আলী খান পতৌদির থেকে এই উপাধি পেয়েছেন সাইফ। ভারতের অন্যতম ধনী অভিনেতার একজন তিনি।
পতৌদি প্রাসাদ এবং ভোপালে একটি রাজকীয় পৈতৃক বাড়ির মালিক সাইফ আলী। প্রাসাদের অন্তর্গত সবকিছু এবং দুই পৈতৃক ভিটার মূল্য পাঁচ হাজার কোটি টাকা। কিন্তু পৈতৃক সম্পত্তি নিজের চার সন্তানকে হস্তান্তর করতে পারবেন না এই অভিনেতা। সাইফের সন্তান—সারা, ইব্রাহিম, তৈমুর বা জাহাঙ্গীর, কেউই ভাগ পাবেন না ওই সম্পত্তির।
পৈতৃক ভিটার বিষয়ে সাইফ জানিয়েছিলেন, বলিউডে কাজের ব্যস্ততায় এগুলো পরিচালনা করা খুব কঠিন ছিল তার কাছে।
সাইফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের দুই ছেলেমেয়ে, সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। অভিনেতার দ্বিতীয় স্ত্রী কারিনার দুই সন্তান—তৈমুর আলী খান ও জহাঙ্গীর আলী খান।
সাইফ তার সম্পত্তি তার সন্তানদের দিতে না পারার কারণ হলো—পতৌদিদের ওই বাড়ি ১৯৬৮ সালে ভারত সরকারের ‘এনিমি ডিসপুট অ্যাক্ট’-এর অধীনে চলে গেছে। ফলে কেউ ওই জাতীয় সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারবে না। এমনকি সেগুলোর উত্তরাধিকারী হতে পারবে না। এ কারণেই সাইফের সন্তানেরা ওই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না।
মন্তব্য করুন