বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাটলির মহাবাজেটের সিনেমায় আল্লু-রাশমিকা

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

ভারতের চলচ্চিত্র ইতিহাসে বাজেটের রাজসিংহাসনে বসতে চলেছে পরিচালক অ্যাটলি কুমারের নির্মিতব্য সিনেমা ‘এএ২২×এ৬’। চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি রুপি। এদিকে মহাবাজেটের এই ছবিতে অভিনয় করতে চলেছেন পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন এবং তার বিপরীতে প্রধান চরিত্রে যুক্ত হচ্ছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘জাওয়ান’ নির্মাতা অ্যাটলি এবার জুটি বেঁধেছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে এবং তারা একসঙ্গে তৈরি করতে চলেছেন এক অনন্য সিনেমাটিক এপিক। সিনেমাটির আপাতত যার নাম রাখা হয়েছে ‘এএ২২×এ৬’। প্রথম দিকে এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের নাম ঘোষণা দিলেও এবার তাদের পাশাপাশি যুক্ত হচ্ছেন পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

পিংকভিলা সূত্রে জানা যায়, রাশমিকা মান্দান্না অ্যাটলির এই অ্যাম্বিশাস ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রগুলোর একটি হতে চলেছে। পুষ্পা ফ্র্যাঞ্চাইজির তুলনায় এখানে আল্লু-রাশমিকার সম্পর্ক হবে একেবারে ভিন্নরকম।

আরও জানা যায়, রাশমিকা ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলসে অ্যাটলির সঙ্গে লুক টেস্ট সেরে ফেলেছেন এবং তার চরিত্রের প্রি-প্রোডাকশন কাজ জোরেশোরেই চলছে।

অ্যাটলির আসন্ন এই সিনেমাটি প্রযুক্তিনির্ভর চমক নিয়ে আসছে। যেখানে তিনি দুই ভিন্ন ইউনিভার্সকে ঘিরে তৈরি করছেন নিজস্ব এক ‘অ্যাভাটার’ সদৃশ জগত। চলচ্চিত্রটিতে আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর এটাই তার ক্যারিয়ারে প্রথম দ্বৈত চরিত্র।

গুঞ্জন শোনা যাচ্ছে, সায়েন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। এর আগে আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশকিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন। এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা।

ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন।

এ সময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩৫ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা।

এদিকে পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১০

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১১

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১২

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৩

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৪

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৫

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৬

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৭

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৮

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৯

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

২০
X