সারা দেশে একযোগে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। আর তাই আগামী বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে এ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হবে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লেখেন- ‘বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে জাওয়ানের অ্যাডভান্স টিকিট বুকিং।’
জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে সিনেমাটি।
আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাতে শাহরুখের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা।
এ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সঞ্জীতা। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন। দেখা যেতে পারে আরেক দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবং সঞ্জয় দত্তকে।
মন্তব্য করুন