দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের রাজনৈতিক মঞ্চ এবার পরিণত হলো এক মর্মান্তিক ঘটনায়। তামিলনাড়ুর করুরে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) আয়োজিত জনসভায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ নারী, ১৪ পুরুষ, চার কিশোর ও পাঁচ কিশোরী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের মঞ্চে আসতে দেরি হওয়ায় ভিড়ে সবাই অস্থির হয়ে ওঠে। পানি ও খাদ্যের সংকট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তের মধ্যেই হুড়োহুড়িতে ঘটে যায় পদদলনের মতো ভয়াবহ দুর্ঘটনা।
এ ঘটনার পর পুলিশ বিজয়ের দলের তিন শীর্ষ নেতা—বাসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মথিয়ালাগানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে—সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকের মারাত্মক গাফিলতিই এই বিপর্যয়ের জন্য দায়ী। তদন্তের জন্য ইতোমধ্যে অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।
ভক্তদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে ২০ লাখ রুপি করে সহায়তা। আহতদের জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হতে পারে।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। কেউ লিখেছেন, যে ভালোবাসা বিজয়কে রাজনীতিতে শক্তি দিয়েছে, সেই ভালোবাসাই আজ করুরের মাটিতে পরিণত হলো শোকে।
মন্তব্য করুন