

বলিউডের পর্দায় সাদামাটা, সংযত নায়িকা আর বাস্তবে একেবারে উল্টো রূপ। কপিল শর্মার মঞ্চে প্রকাশ পেল সারা আলি খানের সেই দুষ্টু-মিষ্টি দিক, যা আগে কেউ দেখেননি। ভিকি কৌশলের মুখে সারার এমন এক গোপন স্বভাবের কথা ফাঁস হতেই হতভম্ব হয়ে গেলেন দর্শকরা। সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা তারকার এই অজানা রূপ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সারা আলি খান তার মা অমৃতা সিংয়ের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। মায়ের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। কিন্তু একবার এমন ঘটনাও ঘটেছিল, যখন সারা নিজের মায়ের ওপর রীতিমতো ‘রেগে’ যান। ভিকি কৌশল তখন পাশে বসে ছিলেন। সারার এমন আচরণে তিনি প্রথমে ভাবেন এটা মজা, কিন্তু পরে মাকে শাসন করতে দেখে হতবাক হয়ে যান তিনি।
এরপর ভিকি শুনেছিলেন, ঠিক কী কী বলেছিলেন সারা আলি খান। কী দোষ ছিল তার মা অমৃতার? দোষ, একটাই, তিনি ১৬০০ টাকায় একটি তোয়ালে কিনে ফেলেছিলেন। তাতেই খুব রেগে গিয়েছিলেন সারা আলি খান।
তিনি আরও বলেন, সেসময় সারা তার মাকে প্রশ্ন করেন, কী দরকার ছিল, মেকআপ ভ্যানে কত তোয়ালে থাকে। তাহলে আলাদাভাবে তোয়ালে কেনার কী প্রয়োজন?
এদিকে পাশে দাঁড়িয়ে সবটা শুনেছিলেন ভিকি কৌশল। তিনি বিশ্বাস করতে পারেননি যে,সারা এভাবে তার মাকে শাসন করতে পারে। শেষে কোনও উত্তর খুজে না পেয়ে ভিকি কৌশল কেবল চুপ করে যান।
অযথা খরচ পছন্দ করেন না সারা, তিনি বরাবরই বেশ গোছানো মেয়ে। আরও একবার প্রমাণ হল, সারা স্টার কিড হলেও বেশ বুঝেই চলেন তিনি।
মন্তব্য করুন