নিজের মেয়ে সুহানাকে বড় পর্দায় আনবেন বলিউড বাদশা শাহরুখ খান। একই সিনেমায় কাজ করবেন পিতা ও কন্যা। এমনটাই শোনা যাচ্ছে বলিউডপাড়ায়।
পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ একটি চলচ্চিত্রের সহপ্রযোজনা করবেন। তাতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান।
আরও জানা গেছে, চলতি বছরের নভেম্বরে নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হবে সুহানার প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’। এটি মুক্তির পরই শাহরুখের প্রযোজনায় সিনেমার কাজে নামবেন সুহানা। তাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকেও।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ ওই সিনেমাটি পরিচালনা করবেন। সেটি নির্মিত হবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে।
বর্তমানে নিজের আসন্ন ছবি ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত আছেন শাহরুখ। চলতি বছরের ৭ সেপ্টেম্বর সেটি মুক্তি পাবে।
সূত্র : পিঙ্কভিলা
মন্তব্য করুন