জনপ্রিয় ড্রামা সিরিজ় ‘রিভেঞ্জ’-দেখেছেন অনেকেই। মাইক কেলির এই সিরিজ়টি দর্শকের মন কেড়েছিল। এজন্যই সিরিজটির রিমেক করা হয়েছে ভারতে। তবে নির্মাণে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন ছিল বলে মনে হয়।
কনটেন্ট আর মেকিংয়ে ভারতীয় ওটিটি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে দায়িত্ব বেড়ে যায় অনেকটা। ‘কর্মা কলিং’ চাকচিক্যপূর্ণ রিভেঞ্জ ড্রামা হয়েছে বটে, কিন্তু অগভীর। সাত পর্বের সিরিজ়ের প্রথম কয়েকটি পর্ব পেরোতেই তা বোঝা যায়।
চরিত্রগুলো নিয়েও উঠেছে নানা প্রশ্ন। কেন যেন জীবন্ত হয়ে ওঠে নাই। বিশেষ করে প্রধান চরিত্রে থাকা রাভিনা ট্যান্ডনকে নিয়ে কখা হচ্ছে অনেক। এক সময়ের হার্টথ্রুব নায়িকাও বাঁচাতে পারেনি সিরিজ়টিকে।
নেটফ্লিক্সের ‘আরণ্যক’ দিয়ে ওটিটি-তে পা রেখেছিলেন রাভিনা। ‘কর্মা কলিং’ তার দ্বিতীয় সিরিজ়। তবে ওয়েব মাধ্যমে জায়গা পাকা করতে গেলে তাকে প্রজেক্ট নির্বাচনে আরও সতর্ক হতে হবে।
মন্তব্য করুন