কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষ ধনীর ছেলের বিয়েতে নাচবেন রণবীর-আলিয়া, পারিশ্রমিক কত

রণবীর-আলিয়া। ছবি : সংগৃহীত
রণবীর-আলিয়া। ছবি : সংগৃহীত

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানি বেশ ঘটা করে দুই ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন। বাকি আছে তাদের আরেক ছেলে অনন্ত আম্বানি। অনন্তের বিয়ের দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। ভাইবোনের ধারাবাহিকতায় তার বিয়েতেও চোখ ধাঁধানো আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে। এ নিয়ে ভারতের মিডিয়াপাড়া মুখিয়ে রয়েছে। যাদের জনসম্মুখে সচরাচর দেখা যায় না মোটা পারিশ্রমিকে তাদেরও হাজির করা হবে বলে গুঞ্জন চলছে। ইতোমধ্যে তালিকায় যোগ হয়েছে রণবীর-আলিয়ার নাম।

বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান তিনি। ভারতজুড়ে বিশাল বিনিয়োগ তার। প্রতিবেশী দেশগুলোর ব্যবসা-বাণিজ্যেও প্রভাব কম নয়।

এর আগে মেয়ে ইশা আম্বানির বিয়েতে তারকাদের ঢল নামে। আয়োজন করা হয় সংগীতসন্ধ্যার। সে মঞ্চে বলিউডের বাদশা শাহরুখ খানের স্ত্রী, যাকে কেউ কখনো নাচতে দেখেনি, সেই গৌরী খানও মঞ্চে স্বামীর সঙ্গে তাল মেলান। এ নাচ নেট দুনিয়ায় ঝড় তোলে। কৌতূহলী মনে প্রশ্ন ওঠে, কত পারিশ্রমিকের বিনিময়ে এ নাচ!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে আগামী ১-৩ মার্চ। গুজরাটের জামনগরে বসবে বিয়ের আসর।

ছেলে অনন্তের বিয়েতেও বলিউডের নামিদামি শিল্পীদের দেখা মিলবে। নাচবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মিডিয়াপাড়ায় তাদের পারিশ্রমিক অনেকটা আকাশছোঁয়া। এ তারকা দম্পতিকে মঞ্চে তুলতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়, এমনটি প্রতিষ্ঠিত।

আলোচনা চলছে, বিয়ের মঞ্চটি যখন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির পকেটের টাকায় নির্মিত হচ্ছে তখন রণবীর-আলিয়ার পারিশ্রমিক কত হবে।

এদিকে আম্বানিদের সঙ্গে কাপুরদের বেশ সুসম্পর্ক। মুকেশ-নীতার যে কোনো অনুষ্ঠানে রণবীর-আলিয়াকে দেখা যায়। পরিবারের সদস্যদের মতোই মেতে ওঠেন তারা। স্বজনের চোখে দেখা আম্বানির কাছ থেকে কি পারিশ্রমিক নেবেন রণবীর-আলিয়া?

নেট দুনিয়ায় এ নিয়ে আলোচনা চলছে। অনেকে দাবি করেছেন, পরিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক টাকা দিয়ে বিচার করা অনুচিত। সব জায়গায় টাকার প্রশ্ন ওঠাও বেমানান। এখানে টাকা-পয়সার লেনাদেনার বিষয় নেই।

কেউ কেউ বলছেন, মোটা অঙ্কের টাকা নেবেন তারা। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এ যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

তোপের মুখে স্বাধীন খসরু

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১০

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

১১

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

১২

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

১৩

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

১৪

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

১৫

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

১৬

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

১৮

বাড়ল আকরিক লোহার দাম 

১৯

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

২০
X