কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের পর্দা নামছে আজ। এবারের উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে জায়গা করে শুরুতেই আলোচনায় ছিল ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। এবার সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠল কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস
এমন অর্জনের মধ্য দিয়ে ইতিহাস গড়লো অনসূয়া। তার আগে ভারতীয় কোনো অভিনেত্রী এই প্রতিযোগিতায় সেরা হতে পারেনি। আঁ সার্তে রিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চিনের ‘ব্ল্যাক ডগ’।
আলোচিত এই সিনেমাটি নির্মাণ করেছেন বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভ। সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। সেখান থেকে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে পালিয়ে যান তিনি। এরপর তার জীবনে ঘটে নানা ঘটনা।
‘দ্য শেমলেস’-এ অনসূয়া সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো অভিনেত্রী।
মন্তব্য করুন