কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফেরালেন শবনম 

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফেরালেন শবনম 
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব ফেরালেন শবনম 

তুমুল সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এরই মধ্যে বোর্ড গঠন করে প্রজ্ঞাপনও জারি হয়েছে।

নবগঠিত কমিটি আগের মতোই সার্টিফিকেশন বোর্ডে কর্তব্য পালন করবেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তীতে দু’জন সরে দাঁড়ানোয় শূণ্যতা সৃষ্টি হলে সেখানে আসার জন্য প্রস্তাব করা হয় উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনমকে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মুঠোফোনে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারজয়ী অভিনেত্রীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়। তবে এমন প্রস্তাব শারীরিক অসুস্থা থাকায় শবনম সবিনয়ে ফিরিয়ে দেন। তারপরও পীড়াপীড়িতে সময় চান দু’দিন। এরমধ্যে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লে বোর্ডে না থাকার জন্য অপারগতা প্রকাশ করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শবনম বলেন, মুঠোফোনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমাকে প্রস্তাব করেছিলেন বোর্ডে থাকতে। কিন্তু এ মূহুর্তে আমার শরীর অনেক কিছুই পারমিট করে না। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি এসব নিয়ে ভাববার সময়ও পাই না। তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ তারা আমার কথা মনে করেছেন বলে। কারণ তারা আমাকে নাও ভাবতে পারতেন।

শবনম বলেন, শরীর পারমিট না করলে কিছুই ভালো লাগে না। আমার অবস্থা এখন তাই। বোর্ডে থাকলে ভালো লাগতো। আমি সবসময় একুট হোমসিক টাইপের মানুষ। কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভলপমেন্টের চেয়ারম্যানের পদে অফার করেছিল তারা। এরজন্য মোটা অংকের অনারিয়ামও দিতে রাজি ছিল, কিন্তু এ বয়সে এই গুরুভার নেওয়ার মতো ফিটনেস আমার নেই। তাছাড়া দেশ ছেড়ে কোথাও আর যেতে চাই না। যে ক’টা দিন বাঁচি মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসেখেলে কাটিয়ে বিদায় নিতে চাই।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও সিনিয়র বিনোদন সাংবাদিকরা বলেন, শবনমের মতো অভিনেত্রীকে মোবাইল ফোনে বললেই তিনি রাজি হবেন, এটা ভাবার কোনো কারণ নেই। তার অবস্থান না বুঝে এমন প্রস্তাব দেওয়াই ঠিক হয়নি। তাকে আমাদের এখানকার আর দশজন অভিনেত্রীর কাতারে ভাবলে সেটা হবে বোকামো ও ভুল। দেশ বা বিদেশ সবখানেই নিজের মর্যাদাকে কখনোই ভূলুণ্ঠিত হতে দেননি এই অভিনেত্রী। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারপ্রাপ্তিতে বরং আমরাই গর্বিত হয়েছি। তাই তাকে কিছু প্রস্তাব দেওয়ার আগে অনেক কিছু ভাবা উচিৎ; সম্মানের বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১০

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১১

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

১২

বিএনপির ৫ কর্মসূচির ঘোষণা, নেবে মতামত ও পরামর্শ

১৩

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

১৪

ড. খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক, মন্তব্যে চীনের প্রতিবাদ

১৫

জাকাতের বিধান ও সমকালীন মাসায়েল নিয়ে নতুন গ্রন্থ ‘জাকাত’

১৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৭

নির্বাচনের ছুটি পাবেন না যারা

১৮

চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর বাসায় মিলল অবৈধ পিস্তল

১৯

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : তারেক রহমান

২০
X