অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে কাজ করে এবং ব্যক্তিজীবন নিয়ে চর্চিত হয়ে বিনোদনপ্রেমীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। এবার সুবাহ পেলেন ‘এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩’। পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার লাভের কথা শেয়ার করেছেন তিনি।
পোস্টে সুবাহ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পুরস্কার পেতে কে না ভালোবাসে। ছোট হোক, বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা ২০২৩। সবাই দোয়া করবেন আমার জন্য।’
আরও পড়ুন : ঈদুল ফিতরের আগে ছয়টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি : মাহফুজুর রহমান
উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছ সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
মন্তব্য করুন