

অভিনেত্রী জয়া আহসান নিয়মিতই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন এক মনোমুগ্ধকর ছবি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিতে দেখা যায়—নীল-সবুজের ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশে টেবিলের পাশে হেলান দিয়ে বসে আছেন জয়া। সামনে রাখা রয়েছে হালকা বেগুনি রঙের ফুটন্ত ফুলে সাজানো একটি শিল্পসমৃদ্ধ নকশার জগ। সরল নীল পোশাকে তার স্বাভাবিক, অনাড়ম্বর লুক প্রশংসা কুড়িয়েছে সবার।
ছবি পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভেসে যান এই গুণী অভিনেত্রী। অনেকে কমেন্টে লিখেছেন—জয়ার সরলতা, অভিজাত ভঙ্গি ও প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতিবারই নতুন করে মুগ্ধ করে। কেউ কেউ ছবিটিকে ‘চোখের আরাম’, ‘শান্তির প্রতিচ্ছবি’ বলেও উল্লেখ করেছেন।
চলচ্চিত্র থেকে ওটিটি—সব মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার পোস্ট মানেই অনুরাগীদের মধ্যে আলাদা আলোচনার জন্ম।
মন্তব্য করুন