শাকিব খান। দেশের চলচ্চিত্রের সুপারস্টার। যাকে ঘিরে আলোচনার শেষ নেই। সব সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রতে থাকেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন। ‘প্রিয়তমা’ ছবিতে নতুন সাজে চারদিকে সাড়া পড়েছে। ছবিটিতে তাকে বৃদ্ধ রূপে দেখা গেছে।
চামড়ায় ভাঁজ, মুখভর্তি দাড়ি। ৮০ বছরের বৃদ্ধরূপে দর্শকের সামনে ধরা দেন শাকিব খান। প্রথমে কেউ চিনতে পারেননি। কারণ আগে এমন অবতারে দেখা যায়নি তাকে। এই প্রথম এমন রূপে দেখে রীতিমতো চমকে গেছে ভক্তরা।
ছবিটি ভাইরালের পর থেকে শাকিবকে নিয়ে শুরু হয় চর্চা। কিন্তু এই লুকের জন্য কত টাকা ব্যয় হয়েছে? তা জানিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তার আগে শুনিয়েছেন ছবিটির পেছনের গল্পের।
সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, চিত্রনাট্য পড়ে বৃদ্ধের অংশটুকু করতে আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বারবার তাগাদা দিতে থাকেন। যার ফলে রাখতে হয়েছে বড় বাজেট।
তিনি বলেন, প্রস্থেটিক এ মেকআপ দিতে আমাদের প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা লাগত। এ মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। তিন দিন আগে থেকেই আমরা টানা এ মেকআপের সঙ্গে ছিলাম। শাকিবের এ লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
মন্তব্য করুন