যত দিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন—এমন কথাই দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। তবে ২০২২ সালে প্রতিশ্রুতি থেকে সরে আসেন এই অভিনেত্রী। জানা গেছে, এবারও এফসিসিতে কোরবানি দেবেন না তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার অবশ্যই কোররবানি দেবেন, তবে এফডিসির জন্য নয়। পরী কোরবানে দেবেন পরিবারের জন্য। ২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোররবানি দিয়েছিলেন পরী। এর পরের পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কাজ আসছিলেন। ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দিয়েছেন পরী। সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়া নিষেধ ছিল। তাই বাইরেই পশু জবাই করতে হয়েছিল এই নায়িকাকে।
এফডিসিতে কেন কোরবানি দেবেন না, সে বিষয়ে জানতে পরীমণির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। তবে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ধারণা, পরীর মনের ভেতর অনেক কষ্ট চেপে আছে। কিছুসংখ্যক মানুষের ওপর ক্ষোভ থাকায় হয়তো অভিমান করেই মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। অথচ এফডিসিতে কোররবানি দেওয়ার রীতি চালু হয়েছিল পরীমণির হাত ধরেই।
মন্তব্য করুন