রুপালি পর্দার বাইরেও বিজ্ঞাপনচিত্রে উপস্থিতি রয়েছে অভিনেত্রী জাহারা মিতুর। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন পিয়াল হোসেইন।
বিজ্ঞাপনে কাজের বিষয়ে জাহারা মিতু কালবেলাকে জানান, ‘অনেক দিন পর আবারও বিজ্ঞাপনে কাজ করা হলো। পিয়াল হোসেইনের নির্মাণে একটি বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হয়েছি। গত শনিবার সেটির শুটিং শেষ করেছি। যা দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবে। একইসঙ্গে বিলবোর্ড আকারে প্রচারের জন্য এদিন ফটোশুটও হয়েছে।’
বর্তমান ব্যস্ততা নিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, কয়েকটি সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছি। যেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া দ্রুতই একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করতে যাচ্ছি। বর্তমানে প্রিপ্রোডাকশনের কাজ চলছে। আশা করছি নির্বাচনের পরপরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে।
মন্তব্য করুন