মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘টু–লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হাসান। ছবি : কালবেলা
ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হাসান। ছবি : কালবেলা

ময়মনসিংহে কয়েক মাস ধরেই নতুন বাসার সন্ধান করছিলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ফেসবুকে হঠাৎ সামনে আসে সাবলেট ভাড়ার একটি বিজ্ঞাপন। মোবাইল ফোনে কথা বলে সেই বাসা দেখতে গিয়ে ঘটে বিপত্তি।

বাসায় আটকে রেখে মারধর করে মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে নেয় চক্রটি। পরে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিলে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে আটক করে পুলিশ।

ঘটনার শিকার শিক্ষার্থী নাজমুল হাসান নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

বর্তমানে নগরীর কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন তিনি। সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হওয়ায় নতুন বাসার সন্ধান করছিলেন।

নাজমুল হাসান জানান, ফেসবুকে ‘টু-লেট ময়মনসিংহ’ লেখা গ্রুপে ব্যাচেলর ১ রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেওয়া মোবাইল ফোনের নম্বরে ফোন করলে বলা হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে স্বামী-স্ত্রী থাকেন আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দেওয়া হবে। সে সময় নিজের বিকল ল্যাপটপ মেরামত করতে গাঙ্গীনারপাড় দিকে যাওয়ার জন্য বের হলে বাসাটি দেখতে যান।

তিনি বলেন, গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় আমাকে যে কক্ষটি সাবলেট ভাড়া দেওয়া হবে সেটি দেখানোর জন্য ভেতরে ঢোকানো হয়। এরপর চারজন নারী ও চারজন যুবক সে রুমে ঢোকেন। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। আমাকে বলা হয়, খারাপ কাজ করতে এসেছি। মারধরের একপর্যায়ে তারা আমার আইফোন, ল্যাপটপ নিয়ে যায় এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়।

আমার কাছ থেকে লিখিত একটি জবানবন্দিও নেয় তারা, যেন বোঝাতে পারে আমি এখানে খারাপ কাজ করতে এসে আটকা পড়েছিলাম। এরপর সেই বাসা থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথে থেকে ২০ হাজার টাকা তুলে হেলথ অফিসারের গলিতে নামিয়ে দেয়। তারা বলে, এ নিয়ে কাউকে কিছু বললে আমার ক্ষতি হবে। আমি পরে থানায় অভিযোগ জানাই।

পুলিশ জানায়, কলেজছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়। সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়। তারা হলেন, সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।

এর মধ্যে সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। আর ফারিয়া তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এই চক্রের চারজন তরুণী ও চারজন তরুণের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। দুই তরুণীর জিম্মা থেকে কলেজছাত্রের মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এই চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

জামায়াতের এক নেতা বহিষ্কার

১০

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১১

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১২

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৩

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৪

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

১৫

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন সাদিক কায়েম

১৬

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

১৭

গিল পরীক্ষা ব্যর্থ, আবারও হার্দিকের দিকেই ফিরছে বিসিসিআই

১৮

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

১৯

বাউবিতে দাবি আদায়ের জন্য প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

২০
X