বাংলাদেশি ব্যান্ড সোলস্ পারফর্ম করবে ব্রিটিশ সাম্রাজ্যে। লন্ডন ও বার্মিংহামে দুটি কনসার্টের উদ্দেশ্যে ইউরোপ সফর বলে জানিয়েছেন এই ব্যান্ড সদস্যরা। ৯ জুলাই লন্ডনের বাড্রেট রোডের মাইল অ্যান্ড স্টেডিয়ামে পারফর্ম করবে সোলস্। ১০ জুলাই বার্মিংহামে আরেকটি সংগীতায়োজনে অংশগ্রহণ করবে।
ইংল্যান্ড সফরেব বিষয়ে ব্যান্ডটির কণ্ঠশিল্পী ও গিটারিস্ট পার্থ বড়ূয়া জানান, প্রবাসী স্থানীয় সংগীতপ্রেমীদের আমন্ত্রণেই তাদের এই সফর। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে ব্যান্ডটি।
সম্প্রতি ৫০ বছরের মাইলফলক স্পর্শ করেছে সোলস্। দলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজন করতে যাচ্ছে এর সদস্যদের। ৩০টি জনপ্রিয় গানের রিমেক এবং ২০টি মৌলিক গান প্রকাশের ঘোষণাও দিয়েছে ব্যান্ডটি। পাশাপাশি আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ৫০ বছরপূর্তির নতুন লোগো প্রকাশ করেছে তারা।
মন্তব্য করুন