ভাষার জন্য রক্ত বিসর্জন দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল। মহান মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মূলসূত্র বপিত হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক গভীর মর্মার্থ বহন করে। সারা বিশ্বে দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। কিন্তু ৭২ বছর পেরিয়ে গেলেও ভাষা দিবস কেন্দ্র করে খুব বেশি সিনেমা নির্মিত হয়নি দেশের চলচ্চিত্রে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মাত্র ৩টি সিনেমা নির্মিত হয়েছে।
গত ৭২ বছরে ভাষা আন্দোলন নিয়ে মাত্র ৩টি সিনেমা নির্মিত হয়েছে। প্রথমটি ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘জীবন থেকে নেয়া’। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান পরিচালিত ও প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন, শওকত আকবর, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিলের মতো তুখোড় অভিনয়শিল্পীরা।
ভাষা আন্দোলন নিয়ে দ্বিতীয় সিনেমাটি নির্মিত হয় ২০০৬ সালে। নাম ‘বাঙলা’। এটি নির্মাণ করেন শহীদুল ইসলাম খোকন। এর ৩টি প্রধান চরিত্রে অভিনয় করেন মাহফুজ আহমেদ, চিত্রনায়িকা শাবনূর ও প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরিদী।
২১ ফেব্রুয়ারির প্রেক্ষাপটে সর্বশেষ সিনেমাটি নির্মাণ করেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ২০১৯ সালে মুক্তি পাওয়া সে ছবির নাম ‘ফাগুন হাওয়ায়’। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু ও ভারতের যশপাল শর্মাসহ অনেকে। এরপর ভাষা আন্দোলন নিয়ে আর কোনো চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। তাই শুধু ৩টি সিনেমাই আমাদের গৌরবের ভাষা আন্দোলনের দীর্ঘ ইতিহাস বহন করছে।
মন্তব্য করুন