সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরবর্তীতে সুস্থ হয়ে বাসায় ফিরে কাজে যোগ দেন তিনি। এবার ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানালেন ফারিয়া।
প্রথম রমজানেই বাবার ব্রেনস্ট্রোকের কথা জানান তিনি। ফারিয়া জানালেন, তার বাবা মাজহারুল ইসলাম ব্রেনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সবাই যেন তার বাবার জন্য দোয়া করেন।
উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ‘হিরো ৪২০’ ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন। এসব বাণিজ্যিক ঘরানার সিনেমার বাইরে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মন্তব্য করুন