বাংলাদেশি চিত্রনায়িকা পূর্ণিমার মা হওয়ার গুঞ্জন রটেছে নেটপাড়ায়। বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীর। এমন সংবাদে বেশ বিব্রত হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার মা হওয়ার সংবাদ সত্য নয়।
পূর্ণিমা বলেন, ‘মা হওয়ার খবর লুকিয়ে রাখব কেন। এটা তো আনন্দের সংবাদ। বেশ কিছু সংবাদে আমার মা হওয়ার খবর দেখলাম। আমি মা হচ্ছি অথচ আমিই জানি না—এটা কেমন কথা। খবরটি পুরোপুরি ভুয়া।’
ক্ষোভ প্রকাশ করে এই চিত্রনায়িকা বলেন, ‘কে বা কারা এই খবর ছড়িয়েছে, তা আমার জানা নেই। তবে কাজটি ভালো হয়নি। একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছেন। কেউ কেউ আবার অভিনন্দন জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। যারা এই ভুয়া খবর প্রকাশ করেছে, তারা কি একটিবারও আমার সঙ্গে যোগাযোগ করবেন না? না, তারা কেউই যোগাযোগ করেনি। তাহলে কেন এমন মিথ্যা সংবাদ? এমন খবর শুনে আমি নিজেই অবাক হয়েছি।’
১১ জুলাই ছিল পূর্ণিমার জন্মদিন। এদিন অসংখ্য সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। চলতি বছর ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন এই চিত্রনায়িকা।
মন্তব্য করুন