একটা সময় সিনেমা হলগুলোতে বছরজুড়েই থাকত দর্শকের ভিড়। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। তবে এবারের ঈদুল আজহায় হলগুলোতে আবারও দেখা গেছে দর্শক সমাগম। তা দেখে অতীতের কথা স্মরণ করেছন চিত্রনায়ক ওমর সানি। শুধু ঈদে নয়, সারা বছরই সিনেমা হলে দর্শক ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমর সানি লিখেছেন, ‘ঈদ গেছে, এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা।’
তিনি আরও লিখেছেন, ‘চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানি, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল, ও হুমায়ুন ফরীদি—এইভাবে সারা বছর আমাদের ছবি চলত, এক ঈদে স্টার মেগাস্টার সুপারস্টার, এগুলো ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন চিত্রনায়ক ওমর সানি। যদিও সিনেমার জগৎ দূরে সরে যাননি। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার বিষয়ে আলোচনা-সমালোচনা করেন তিনি।
মন্তব্য করুন