এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। দেশ ছাড়াও বিদেশের পর্দা মাতাতে প্রস্তুত ছবিটি। সেই ধারাবাহিকতায় আমেরিকার নিউইয়র্কে সাড়া জাগিয়েছে আফরান নিশো অভিনীত এই চলচ্চিত্র। সেখানকার টাইমস স্কয়ার চত্বরের বিলবোর্ডে দেখা যাচ্ছে সুড়ঙ্গ ছবির ট্রেলার। ১৯ জুলাই ফেসবুক পেজে এমন একটি ভিডিও শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল।
ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের ম্যানহাটনে টাইমস স্কয়ার সড়ক চত্বরের একটি বিলবোর্ডে চলছে ‘সুড়ঙ্গ’ ছবির ট্রেলার। জানা গেছে, সেটি প্রতি ঘণ্টায় ৪ বার করে রাত ১১টা পর্যন্ত চলবে।
শুধু নিউইয়র্কেই নয়, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বেশকিছু সিনেমা হলে মুক্তি পাবে তমা মির্জা ও আফরান নিশো অভিনীত এই সিনেমাটি।
ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’।
বাংলাদেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে পশ্চিমবঙ্গের ২৯টি হলে দেখা যাবে ছবিটি।
পশ্চিমবঙ্গের যেসব সিনমো হলে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে, সেগুলোর তালিকা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে কলকাতার বিভিন্ন স্থানে ও দেয়ালে ‘সুড়ঙ্গ’র পোস্টার দেখা যাচ্ছে।
‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশো ও তমা মির্জা ছাড়া আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।
মন্তব্য করুন