বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার রেন্টাল জটিলতায় ‘তুফান’ 

এবার রেন্টাল জটিলতায় ‘তুফান’ 
এবার রেন্টাল জটিলতায় ‘তুফান’ 

আসছে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’ নিয়ে স্বস্তিতে নেই সংশ্লিষ্টরা। একদিকে সিনেমার টিজার প্রকাশের পর নকলের আভাস নিয়ে হইচই পড়েছে। অন্যদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ, সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করেছে সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে এফডিসির ১৯ সংগঠনের নেতারা প্রকাশ্যে ‘তুফান’ বিরোধী বক্তব্য রেখেছেন। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ঠিক সেই সময় শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

বিশ্বস্ত সূত্র কালবেলাকে জানিয়েছে, এবার রেন্টাল জটিলতায় পড়েছে কথিত ৮-১০ কোটি টাকা বাজেটের সিনেমাটি। বুধবার (৫ জুন) সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট ও কিছু সংখ্যক ভাড়া করা হলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মিটিংয়ে বসে ‘তুফান’ টিম। কিন্তু বেশি ‘রেন্টাল’ দাবি করায় অনেক হল বুকিং এজেন্ট ও ভাড়া করা হলের মালিকরা অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে ফিরে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক কালবেলাকে জানান, বেশি টাকা দিয়ে আমরা ঈদে এই সিনেমা চালাব না। প্রয়োজন হলে ঈদে পুরোনো সিনেমা চালাব। তারা যে টাকা দাবি করছে গ্যারান্টি কি দিতে পারবে সিনেমা আদৌ সেই টাকা ব্যবসা করবে? আমাদের বাজার বুঝে রেন্টাল চাইতে হবে। বছরের পর বছর ধরে এই ব্যবসা করছি। কোনো কিছুই অতিরিক্ত ভালো না।

তবে সূত্রটি আরও জানায়, ঈদে বেশির ভাগ হল মালিকই তুফান সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহী। কিন্তু অতিরিক্ত রেন্টাল দাবি করায় বেঁকে বসেছেন হল মালিকরা।

এদিকে প্রযোজকদের পক্ষ থেকে টাকা পাচারের অভিযোগসহ ‘তুফান’ কেন্দ্রিক আরও অনিয়ম নিয়ে সিনেমার প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল মুখ খুলেছেন। সেন্সর ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এবং সিনেমাটির সংশ্লিষ্টদের বয়ানে সব জায়গাতে বলা হয়েছিল, আলফা আই স্টুডিওস লিমিটেড, চরকি এবং ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এক হয়ে বড় বাজেটের সিনেমাটি নির্মাণে নেমেছে। কিন্তু এখন শাকিল বলছেন, তুফান যৌথ প্রযোজনার সিনেমা না, এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজক আলফা আই স্টুডিওজ লিমিটেড এবং ডিজিটাল পার্টনার চরকি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসভিএফ।

শাকিল দাবি করেছেন, বাংলাদেশের নিয়মকানুন মেনেই তুফান নির্মিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এনবিআর ও সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে মানা হয়েছে বলে জানান তিনি। শাকিল মনে করেন, প্রযোজকদের আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণীত। কারও মনে প্রশ্ন থাকলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিতে বলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

১০

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

১১

প্রিন্স রূপে শাকিব খান

১২

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

১৩

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

১৪

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

১৫

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

১৬

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

১৭

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

১৮

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

১৯

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

২০
X