বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সত্যিই কি ডিভোর্স হয়েছিল শাকিব-অপুর?

অপু বিশ্বাস ও শাকিব খান। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস ও শাকিব খান। ছবি : সংগৃহীত

ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। ২০০৮ সালে তারা বিয়ে করলেও সেটি প্রকাশ্যে আসে ২০১৭ সালে। সে বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একটি টিভি অনুষ্ঠানে এসে সব প্রকাশ করেন চিত্রনায়িকা। কিন্তু এরপরই দেখা দেয় দাম্পত্য কলহ। তাদের সম্পর্ক গড়ায় বিচ্ছেদ পর্যন্ত। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের খবর আসে সংবাদমাধ্যমে। তবে সম্প্রতি শাকিব-অপুর ছাড়াছাড়ি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

২০১৮ সালে সংবাদমাধ্যমে শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকর হওয়ার বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়। জানা যায়, ২০১৭ সালের শেষের দিকে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুপারস্টার শাকিব। ঢাকা সিটি করপোরেশনের মহাখালী জোনাল অফিসে এই আবেদন জানান তিনি। তার আবেদন নিয়ে ওই সময় সালিশ হয়। সেখানে শাকিব উপস্থিত ছিলেন না। অপু বিশ্বাসের উপস্থিতিতেই হয় শুনানি। সম্প্রতি সেই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : বিনয় ও ভদ্রতা শাকিবের থেকে শেখা উচিত : নির্মাতা মামুন

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের আজকের সালিশ কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান। তিনি চান স্বামী-সন্তান নিয়ে ঘর-সংসার করতে। বাদী উপস্থিত হননি। সাধারণ সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই।’

মূলত এই ভিডিওটি ছড়ানোর পরই শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না-হওয়ার বিষয়টি সামনে চলে এসেছে। ভিডিওটি দেখে অনেকেই ভাবছেন, এই জুটির বিবাহবিচ্ছেদ হয়নি। ভক্তদের এই এই দ্বিধা দূর করতে পারেন কেবল অপু বিশ্বাসই। কিন্তু এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি ঢালিউড কুইন। সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছেন, ভিডিওটি দেখেছেন তিনি। নিজে কিছু না বলে দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন সিটি করপোরেশনের দিকে। অপু বলেছেন, ‘এ বিষয়টা সিটি করপোরেশনই পরিষ্কার করতে পারবে।’

মুখ খুলতে অনুরোধ করলে অপু বিশ্বাস বলেন, ‘এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না।’ শেষমেশ অবশ্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন অপু। বলেছেন, ‘সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১০

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১১

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১২

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৩

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৪

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৬

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৭

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৮

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

১৯

দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান এনটিটিএন অপারেটরদের

২০
X