চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি। তবে মা হওয়ার পর থেকে অনেকটাই বদলে গেছেন এ নায়িকা। কাজের পাশাপাশি নিজের একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে সময় কাটে তার। বিশ্ব বাবা দিবসে ছেলেকে নিয়ে পরী দিলেন একটি দায়িত্বশীল স্ট্যাটাস।
স্ট্যাটাসে পরী লিখেছেন, ‘মা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকার ভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিশিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে- পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরী ছেলেকে নিয়ে এখন একাই থাকেন। সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে দিন দিন আরও বেশি দায়িত্বশীল করছেন এ নায়িকা।
পরী বর্তমানে ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিরিজের বেশকিছু দৃশ্যের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিরিজটি ডিজিটাল প্ল্যাটফর্ম হৈচৈতে প্রকাশিত হবে।
এ ছাড়া কলকাতার ‘ফেলুবকশি’ সিনেমায়ও অভিনয় করছেন। এটিও নির্মাণাধীন রয়েছে। এতে পরীর বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম।
মন্তব্য করুন