বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গিলিয়াডের বিরুদ্ধে আসছে হ্যান্ডমেইড সেনারা

গিলিয়াডের বিরুদ্ধে আসছে হ্যান্ডমেইড সেনারা। ছবি: সংগৃহীত
গিলিয়াডের বিরুদ্ধে আসছে হ্যান্ডমেইড সেনারা। ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর অন্তিম সিজন অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর ৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি পর্ব একসঙ্গে প্রকাশ পাবে, এরপর প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে এবং ২৭ মে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং হবে।

এরই মধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে দেখা যায়, জুন (এলিজাবেথ মস) তার শক্তিশালী ভয়েসওভারে বলছেন, ‘ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।’

টিজারের আরও কিছু চমকপ্রদ দৃশ্যে দেখা যায়, হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অন্যের হাতে নিখুঁত সমন্বয়ে সুইচব্লেড দিচ্ছে এবং একটি মানুষের দেহকে আগুনে পুড়িয়ে রাতের বেলায় তারা দৌড়ে পালাচ্ছে। এদিকে গল্পের চরিত্র সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, ‘বড় কিছু ঘটতে যাচ্ছে।’ টিজারটি শেষ হয় জুনের সংলাপ দিয়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।’

এ সিজনে জুন আবারও তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরবে। পাশাপাশি লুক ও মোইরা যোগ দেবে সেই প্রতিরোধ আন্দোলনে এবং সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে। পাশাপাশি কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে এ সিরিজে এবং গল্পের আরেক চরিত্র

নিকের জন্য এ সিজনে আসবে এক কঠিন পরীক্ষা। সিনেবিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিতিস্থাপকতার গুরুত্ব তুলে ধরবে।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এ সিরিজকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজন পরিচালনা করেছেন নির্মাতা এলিজাবেথ মস, যিনি ২০২১-২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিশ্বকাপ ট্রফি, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম

‘উত্তপ্ত’ বিসিবি-আইসিসির ভিডিও কনফারেন্স, কী ঘটেছিল সেদিন

কত টাকা চুক্তিতে খুন করা হয় বিএনপি নেতাকে

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

১০

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

ইরান / বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

১২

১৪ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

যে ৫ খাবারের সঙ্গে ভুলেও দুধ পান করবেন না

১৫

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

১৮

এসিআই মটরসে চাকরির সুযোগ

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

২০
X