বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ

টম ক্রুজ। ছবি : সংগৃহীত
টম ক্রুজ। ছবি : সংগৃহীত

দীর্ঘ চার দশকের ঝলমলে ক্যারিয়ার, শত শত ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট আর সারা দুনিয়া কাঁপানো জনপ্রিয়তা। তবু একটিই স্বীকৃতি ছিল অধরা। এবার সেই অপূর্ণতার হতে চলেছে অবসান। হলিউডের অ্যাকশন আইকন, ‘মিশন: ইম্পসিবল’খ্যাত টম ক্রুজ অবশেষে পেতে যাচ্ছেন অস্কারের স্বর্ণমুকুট। অভিনয়ের প্রতি অটুট নিষ্ঠা আর নিজ শরীরকে বাজি রেখে সিনেমাকে নতুন উচ্চতায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবার তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করতে যাচ্ছে। পর্দার এ হিরো এবার হতে চলেছেন অস্কারে অভিষিক্ত এক কিংবদন্তি।

আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডসে টম ক্রুজের সঙ্গে এ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন আরও দুই গুণী ব্যক্তিত্ব। তারা হলেন বিশিষ্ট প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন। একই আয়োজনে সংগীতশিল্পী ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, তার সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে।

৬২ বছর বয়সী টম ক্রুজের ক্যারিয়ারে অস্কার মনোনয়ন এসেছে চারবার। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ সিনেমায় ভিয়েতনাম যুদ্ধে আহত এক সৈনিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম মনোনয়ন পান তিনি। এরপর জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়া এবং টপ গান: ম্যাভেরিক—এই তিন মুভিতেও তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে কখনোই হাতে ওঠেনি কাঙ্ক্ষিত অস্কার ট্রফি।

এ বিষয়ে একাডেমি জানিয়েছে, নিজের স্ট্যান্ট নিজে করে এবং থিয়েটারে সিনেপ্রেমীদের সিনেমা দেখার অভিজ্ঞতা ধরে রাখতে লড়াই করেছেন ক্রুজ, বিশেষত কভিড-পরবর্তী সিনেমা ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। সেসব বিবেচনায়, এ বছর তার ‘আজীবন অসাধারণ অবদানের’ স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার দেওয়া হচ্ছে।

এদিকে ৭৫ বছর বয়সী ডেবি অ্যালেন সিনেমায় অভিনয়, কোরিওগ্রাফি ও প্রযোজনায় দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করছেন। ফেম, র‍্যাগটাইম, ফরগেট প্যারিস, আমিস্তাড প্রতিটি মুভিতে তার কাজ প্রশংসিত হয়েছে। এজন্য অস্কারে সাতবার কোরিওগ্রাফার হিসেবেও মনোনয়ন পেয়েছিলেন তিনি।

এ ছাড়া প্রোডাকশন ডিজাইনার উইন থমাসের ঝুলিতেও আছে একের পর এক বিখ্যাত সিনেমার নাম, ডু দ্য রাইট থিং, সি’স গোট্টা হ্যাভ ইট এবং অ্যা বিউটিফুল মাইন্ড (২০০২-এর সেরা সিনেমা)। তবুও কখনোই তিনি পাননি অস্কারের মনোনয়ন। এবার তারও এ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে একাডেমি।

একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এবারের পুরস্কার প্রদান বিষয়ে বলেন, ‘এ বছর আমরা চারজন ব্যতিক্রমী শিল্পীকে সম্মানিত করছি, যাদের ক্যারিয়ার এবং প্রতিশ্রুতি আমাদের ফিল্ম কমিউনিটিতে এক স্থায়ী প্রভাব রেখে চলেছে। অস্কার না জিতেও যে কিংবদন্তি হওয়া যায়, তা টম ক্রুজ বহু আগেই প্রমাণ করেছেন। এবার সেই কিংবদন্তিকে সম্মান জানাচ্ছে অস্কার নিজেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X