বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে অস্কার পাচ্ছেন টম ক্রুজ

টম ক্রুজ। ছবি : সংগৃহীত
টম ক্রুজ। ছবি : সংগৃহীত

দীর্ঘ চার দশকের ঝলমলে ক্যারিয়ার, শত শত ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট আর সারা দুনিয়া কাঁপানো জনপ্রিয়তা। তবু একটিই স্বীকৃতি ছিল অধরা। এবার সেই অপূর্ণতার হতে চলেছে অবসান। হলিউডের অ্যাকশন আইকন, ‘মিশন: ইম্পসিবল’খ্যাত টম ক্রুজ অবশেষে পেতে যাচ্ছেন অস্কারের স্বর্ণমুকুট। অভিনয়ের প্রতি অটুট নিষ্ঠা আর নিজ শরীরকে বাজি রেখে সিনেমাকে নতুন উচ্চতায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবার তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করতে যাচ্ছে। পর্দার এ হিরো এবার হতে চলেছেন অস্কারে অভিষিক্ত এক কিংবদন্তি।

আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডসে টম ক্রুজের সঙ্গে এ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন আরও দুই গুণী ব্যক্তিত্ব। তারা হলেন বিশিষ্ট প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং কিংবদন্তি কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন। একই আয়োজনে সংগীতশিল্পী ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, তার সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে।

৬২ বছর বয়সী টম ক্রুজের ক্যারিয়ারে অস্কার মনোনয়ন এসেছে চারবার। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ সিনেমায় ভিয়েতনাম যুদ্ধে আহত এক সৈনিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম মনোনয়ন পান তিনি। এরপর জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়া এবং টপ গান: ম্যাভেরিক—এই তিন মুভিতেও তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে কখনোই হাতে ওঠেনি কাঙ্ক্ষিত অস্কার ট্রফি।

এ বিষয়ে একাডেমি জানিয়েছে, নিজের স্ট্যান্ট নিজে করে এবং থিয়েটারে সিনেপ্রেমীদের সিনেমা দেখার অভিজ্ঞতা ধরে রাখতে লড়াই করেছেন ক্রুজ, বিশেষত কভিড-পরবর্তী সিনেমা ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। সেসব বিবেচনায়, এ বছর তার ‘আজীবন অসাধারণ অবদানের’ স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার দেওয়া হচ্ছে।

এদিকে ৭৫ বছর বয়সী ডেবি অ্যালেন সিনেমায় অভিনয়, কোরিওগ্রাফি ও প্রযোজনায় দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করছেন। ফেম, র‍্যাগটাইম, ফরগেট প্যারিস, আমিস্তাড প্রতিটি মুভিতে তার কাজ প্রশংসিত হয়েছে। এজন্য অস্কারে সাতবার কোরিওগ্রাফার হিসেবেও মনোনয়ন পেয়েছিলেন তিনি।

এ ছাড়া প্রোডাকশন ডিজাইনার উইন থমাসের ঝুলিতেও আছে একের পর এক বিখ্যাত সিনেমার নাম, ডু দ্য রাইট থিং, সি’স গোট্টা হ্যাভ ইট এবং অ্যা বিউটিফুল মাইন্ড (২০০২-এর সেরা সিনেমা)। তবুও কখনোই তিনি পাননি অস্কারের মনোনয়ন। এবার তারও এ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে একাডেমি।

একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এবারের পুরস্কার প্রদান বিষয়ে বলেন, ‘এ বছর আমরা চারজন ব্যতিক্রমী শিল্পীকে সম্মানিত করছি, যাদের ক্যারিয়ার এবং প্রতিশ্রুতি আমাদের ফিল্ম কমিউনিটিতে এক স্থায়ী প্রভাব রেখে চলেছে। অস্কার না জিতেও যে কিংবদন্তি হওয়া যায়, তা টম ক্রুজ বহু আগেই প্রমাণ করেছেন। এবার সেই কিংবদন্তিকে সম্মান জানাচ্ছে অস্কার নিজেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X