মার্কিন রকস্টার ও অভিনেতা এলভিস প্রিসলির ডিজিটাল রূপ শিগগিরই দেখা যাবে লন্ডনের একটি মঞ্চে। ব্রিটিশ কোম্পানি ‘লেয়ার্ড রিয়ালিটি’ এই উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, প্রিসলিকে মঞ্চে দেখোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও হলোগ্রাফির মতো প্রযুক্তি ব্যবহৃত হবে।
ইতোমধ্যে শিল্পীর হাজার হাজার ব্যক্তিগত ছবি এবং বেশ কয়েক ঘণ্টার ভিডিও ফুটেজ নিয়ে কাজের অধিকার পেয়েছে কোম্পানিটি। তাদের দাবি, এগুলো দিয়ে তারা মঞ্চে এমন এক অভিজ্ঞতা তৈরি করবেন, যেমনটা এর আগে আর ঘটেনি। খবর ভ্যারাইট ডটকমের।
ব্রিটিশ কোম্পানিটি তাদের আয়োজনের শিরোনাম দিয়েছে ‘এলভিস ইভোলিউশন’। তারা বলছেন, এর মাধ্যমে দর্শকরা এলভিসকে কনসার্টের কাছাকাছি জায়গা থেকে দেখার অভিজ্ঞতা পাবেন।
৫০ থেকে ৬০-এর দশকে প্রিসলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ক্যারিয়ারে ১৪বার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন তিনি। পুরস্কার জিতেছেন তিনবার। ৩৩টি সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে।
১৯৭৭ সালের ১৬ অগাস্ট যুক্তরাষ্ট্রে ৪২ বছর বয়সে মারা যান এই গায়ক।
মন্তব্য করুন