চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের শিল্পীসমাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারা। অনেকে আবার মাঠে নেমে সংহতিও প্রকাশ করছেন।
এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের পক্ষে কথা বললেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আজ দুপুরে মোবাইল নেট বন্ধ করে দেওয়ার পর এই অভিনেত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘সবাই একসাথে থাকলে মোবাইল ডাটা দিয়ে কী করব? যারা জানার তারা অলরেডি জানে মোবাইল ডাটা অফ করে কী করেন আপনারা। আর ছত্রলীগগুলা সব অশিক্ষিত বুড়া সন্ত্রাসী’।
এদিকে ইতোমধ্যেই দেশের শিল্পীসমাজ ছাত্রদের পক্ষে রাজপথে নেমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। অনেকে আবার সরাসরি আন্দোলনেও যোগ দিয়েছে। এ ছাড়া সরাকারের পক্ষেও শিল্পীদের সক্রিয় হতে দেখা গিয়েছে।
মন্তব্য করুন