স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘রাঘব’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন মানিশ গোয়েল। তবে সম্প্রতি তার শো থেকে বেরিয়ে যাওয়া এবং সহ-অভিনেত্রী রূপালি গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুজব রটেছে। এবার এই সব জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই।
ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মানিশ গোয়েল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার রাঘব চরিত্রটি একটি ক্যামিও রোল ছিল এবং শুরু থেকেই এটি সীমিত সময়ের জন্য পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, “আমার চরিত্রটি কেবল চার মাসের জন্যই ছিল। এর মধ্যে তিন মাস ইতিমধ্যে শেষ করেছি।” অর্থাৎ, এটি ছিল পূর্ব নির্ধারিত এবং শো ছাড়ার পেছনে কোনো অপ্রত্যাশিত কারণ নেই।
তিনি আরও বলেন, “যখন একজন অভিনেতার ক্যামিও চরিত্র বাড়ানো হয়, তখন তা তাদের জন্য ভালো হয়। আর যদি না বাড়ানো হয়, তাহলেও ঠিক আছে, আগেই আপনাকে জানিয়ে দেওয়া হয়েছিল।”
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মানিশ ও রূপালি গাঙ্গুলির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, যার জেরে তিনি শো ছাড়ছেন। আবার এক প্রতিবেদনে ধারাবাহিকটিতে টাইম লিপ আসতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। তবে এ বিষয়ে মানিশ বলেন, ‘আমি এখনই শো ছাড়ছি না, লিপ নিয়েও কোনো তথ্য নেই।’
রূপালির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মানিশ বলেন, ‘রূপালি আর আমার পরিচয় আজকের নয়। আমি যখন মুম্বাইতে এসেছিলাম, তখন থেকেই ওকে চিনি। এটা আমাদের একসঙ্গে চতুর্থবার কাজ করা। সাধারণত কোথাও আগুন লাগে, তার আগে স্ফুলিঙ্গ থাকে। কিন্তু এখানে না স্ফুলিঙ্গ আছে, না আগুন। আমি জানি না কেন মানুষ এমন গুজব ছড়ায়। এটা পুরোপুরি মিথ্যা।’
উল্লেখ্য, মানিশ গোয়েল এই বছরের শুরুতে ‘অনুপমা’-তে রাঘব চরিত্রে প্রবেশ করেন এবং তার এই আগমন গল্পে নতুন মোড় ও উত্তেজনা এনেছিল। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন রূপালি গাঙ্গুলি, অদ্রিজা রায় ও শিবম খাজুরিয়া।
মন্তব্য করুন