ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির সুপরিচিত পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ ছিল ভক্ত-অনুরাগী মহলে। তবে আশার কথা, প্যানক্রিয়াটিসের চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। দুঃসংবাদ হলো, তার সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া ভাগ্নে সাকিব এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।
হাসপাতাল থেকেই এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থা তুলে ধরেছেন রাকিব। তিনি প্রথমেই আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে আগের চেয়ে ভালো রেখেছেন।’ দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, যারা তার জন্য দোয়া করেছেন এবং খোঁজখবর নিয়েছেন। বিশেষ করে খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে রাকিব বলেন, তারা তাকে সর্বোচ্চ সেবা দিয়েছেন।
রাকিব তার ফ্যামিলি এন্টারটেইনমেন্টের সহকর্মীদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, যারা এই কঠিন সময়ে সার্বক্ষণিক তার পাশে ছিলেন। তবে তার বার্তায় খানিকটা উদ্বেগের সুর শোনা যায় যখন তিনি জানান, তার ভাগ্নে সাকিবও একই সাথে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশায় সবার কাছে দোয়া চেয়েছেন রাকিব। তিনি আশা করেন, তারা দুজনই দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন এবং দর্শকদের প্রতি তাদের যে দায়িত্ব, তা পালন করতে পারবেন।
আদ-দ্বীন হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় রাকিব ও সাকিব উভয়েরই অন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসক সতর্ক করে বলেন, ‘তারা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, রাকিব ও সাকিবের চিকিৎসায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন