উত্তরার দিয়াবাড়ির আকাশে যে আগুন লেলিহান হয়ে জ্বলেছিল, তার ছায়া নেমে এসেছে গোটা দেশের হৃদয়ে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় যখন শিশুদের পোড়া শরীর দেখে কাঁপছে সারা জাতি, তখন বিনোদন অঙ্গনের বুকেও নেমেছে গভীর শোক। জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নিজের ভেতরের সেই তীব্র মানসিক ধাক্কা সামলাতে না পেরে হয়েছেন প্যানিক অ্যাটাকের শিকার। শিশুদের সেই ভয়ংকর চিত্র গভীরভাবে নাড়া দিয়েছে তাকে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, সেটা বুঝতে পারি নাই আগে।’ প্যানিক অ্যাটাক হওয়ার বিষয় জানিয়ে পরীমণি আরও লিখেছেন, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি এবং ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ! আল্লাহ! আল্লাহ!’
এই পোস্টের মাধ্যমে ব্যক্তিগত ট্রমা ও সহমর্মিতা প্রকাশ করে নিজের ভেতরের অস্থিরতা, আতঙ্ক ও মা হিসেবে অন্য মায়েদের জন্য ব্যথা প্রকাশ করেছেন পরীমণি।
পরীমণির এই আবেগঘন লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহু ভক্ত ও সহকর্মী কমেন্টে তার সুস্থতা কামনা করে এবং একই সঙ্গে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন