তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নাটকে মাসজুড়েই এখন তার ব্যস্ততা। গল্পনির্ভর কাজ করতে বেশি পছন্দ তার। যা দর্শকেরও পছন্দ। তাইতো তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও বেশ। তবে অভিনয়ের পাশাপাশি তটিনী সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। যেখানে প্রতিনিয়ত নিজের স্মৃতি, ঘোরাঘুরি ও কাজের আপডেট দিয়ে থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই অভিনেত্রী নিজের স্কুল জীবনের একটি ছবি শেয়ার করেন। যে ছবি দেখো তার অনুসারীরাও বেশ অবাক হয়।
ছবিতে দেখা যায় স্কুল পোশাকে তটিনী। সঙ্গে তার বান্ধবী। দুজনে পিঠে পিঠ লাগিয়ে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোট বেলায় আমি’। এরপরই তার অনুসারীরা তার পুরান এই ছবি নিয়ে মন্তব্য করতে থাকেন।
স্কুল পোশাকে তটিনী। সঙ্গে তার বান্ধবী। ছবি : সংগৃহীত
তানজিম সাইয়ারা তটিনী অভিনীত জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে, ‘প্রিয় প্রিয়সিনী’,‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘কিছু কথা বাকি’, ‘চলতে চলতে’, ‘বৃষ্টিতে দেখা’, ‘ভিতরে বাহিরে’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হৃদয়ের এক কোণে’, ‘এক জীবনে’, ‘হঠাৎ ভালোবাসা’সহ আরও বেশ কিছু গান নাটক।
মন্তব্য করুন