ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শিল্পীর মৃত্যুর বিষয়টি পরিবারিক সূত্র গণমাধ্যমে নিশ্চিত করেছে।
জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর মরহুমার জানাজা ধানমন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী হাসিনা মমতাজ। তার সুরেলা কণ্ঠে গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে সংগীতে বিশেষ অবদানের জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এ গায়িকা।
মন্তব্য করুন