বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে সাবেক ইংলিশ ব্যাটার

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল আর দ্রুতগতির বোলারদের সামনে নির্ভীক ভঙ্গিমা—এই দুই বৈশিষ্ট্যই সাবেক ইংলিশ ব্যাটার রবিন স্মিথকে ইংলিশ ক্রিকেট ভক্তদের মনে বিশেষ জায়গা করে দেয়। কিন্তু সেই ‘আইকনিক’ ডানহাতি ব্যাটার আর নেই। অস্ট্রেলিয়ার পার্থে নিজ অ্যাপার্টমেন্টে সোমবার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের সাবেক এই আন্তর্জাতিক ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২।

১৯৮৮ থেকে ১৯৯৬—আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্মিথ ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬২টি টেস্ট। রান সংগ্রহ করেছেন ৪২৩৬, গড় ৪৩.৬৭; এর মধ্যে আছে ৯টি সেঞ্চুরি। তার ব্যাটিংয়ের পরিচয় ছিল স্পষ্ট—ফ্রন্ট-ফুটে দাঁড়িয়ে স্কয়ার কাট। সেই শটটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও নির্ভুল শট হিসেবে বিবেচনা করতেন বিশেষজ্ঞরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার তিনটি টেস্ট সেঞ্চুরি বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যামব্রোস, মার্শাল, ওয়ালশদের আগুনঝরা বোলিং সামলে লড়াই করার জন্য তিনি ইংল্যান্ড সমর্থকদের কাছে ছিলেন সাহসের প্রতীক।

শেন ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভূত হওয়ায় স্মিথের ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ১৯৯৩ অ্যাশেজে ওয়ার্নের বিরুদ্ধে দুর্বলতার কারণে ১৮ মাস পর অস্ট্রেলিয়া সফরের দল থেকে তাকে বাদ দেওয়া হয়। ব্যাপারটা অদ্ভুত—যার বোলিং তার ক্যারিয়ার সংকটে ফেলেছিল, সেই ওয়ার্নের সঙ্গেই পরে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই সম্পর্কই শেষ দিকে ওয়ার্নের হ্যাম্পশায়ারে যোগ দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।

২০১৯ সালে প্রকাশিত আত্মজীবনী “The Judge: More Than Just A Game”-এ স্মিথ খোলাখুলি জানান তার দীর্ঘদিনের অ্যালকোহল-সংক্রান্ত সংগ্রামের কথা। মাত্র শেষ সপ্তাহেই তিনি পার্থে অ্যাশেজ টেস্টে উপস্থিত ছিলেন এবং জানিয়ে গিয়েছিলেন তার সুস্থতার লড়াই অব্যাহত রয়েছে।

রবিন স্মিথইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্মিথকে স্মরণ করে জানায়—“তিনি সবচেয়ে দ্রুতগতির বোলারদের সামনেও অটল আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতেন। সেই দৃঢ়তা ইংল্যান্ড সমর্থকদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে,” বলেছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

তিনি আরও উল্লেখ করেন—“এজবাস্টনের ১৬৭* তাকে সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করে। দেশ ও ক্লাব—দুই ক্ষেত্রেই তার অবদান অপরিসীম।”

দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম নেওয়া স্মিথের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল নিজের বাড়ির পেছনের বিশেষভাবে তৈরি করা নেটে। সেখানে ব্যারি রিচার্ডস, মাইক প্রোক্টরের মতো কিংবদন্তিদের সঙ্গে নেট করেছিলেন তিনি। পরে সেই রিচার্ডসের সুপারিশেই স্মিথের পথ খুলে যায় হ্যাম্পশায়ারে—যেখান থেকে উঠে আসে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভিত্তি।

১৯৯৬ জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিল তার শেষ টেস্ট। মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। এবার চিরতরে বন্ধ হলো তার জীবনের অধ্যায়ও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১০

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১২

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৩

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৪

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৫

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

১৬

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

১৭

২০২৬ বিশ্বকাপে ভিএআর নিয়ে বড় পরিবর্তনের পথে ফিফা

১৮

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : উপাচার্য

১৯

সীমান্তে ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএসএফের অস্বীকার

২০
X