নারীদের নিয়ে ভারতের জি বাংলা চ্যানেলে প্রচারিত হয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় এই শো উপস্থাপনা করেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী। দেশটির লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলি আসন থেকে তৃণমূলের পক্ষে প্রার্থী হয়েছিলেন রচনা ব্যানার্জী। বিপুল ভোটে বিজয়ই দেখিয়ে দিয়েছে দিদির জনপ্রিয়তার মাপকাঠি।
মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে রচনা ব্যানার্জীর বিজয়ের তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়, তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী রচনা পেয়েছেন ৬ লাখ ৩৩ হাজার ২৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং রচনার বন্ধু অভিনেত্রী লকেট চ্যাটার্জি পেয়েছেন ৫ লাখ ৬৯ হাজার ২৮৮ ভোট। অর্থাৎ ৬৩ হাজারের বেশি ভোট বেশি পেয়ে জয়ের হাসি হেসেছেন রচনা।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে ভারতের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২০টি আসনে।
দেশটির সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে।
এনডিটিভি বুথফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথফেরত জরিপের ফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে।
মন্তব্য করুন