কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী’

‘পরিবেশ ও জলবায়ু বিপর্যয় : নারীর সংকট ও সংগ্রাম’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় বক্তরা। ছবি : কালবেলা
‘পরিবেশ ও জলবায়ু বিপর্যয় : নারীর সংকট ও সংগ্রাম’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় বক্তরা। ছবি : কালবেলা

পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু প্রকৃতি বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, এর গভীর প্রভাব পড়ছে সমাজের প্রতিটি স্তরে। বিশেষত নারীরা এ সংকটের সবচেয়ে ভুক্তভোগী। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে ‘পরিবেশ ও জলবায়ু বিপর্যয় : নারীর সংকট ও সংগ্রাম’ শীর্ষক বিশেষ আলোচনা সভা।

রোববার (২৯ জুন বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পরিবেশবিদ, গবেষক, নারী অধিকারকর্মী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু। সভায় ৩৫টি জেলা শাখার পরিবেশ বিষয়ক সংকট নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং মহিলা পরিষদের পরিবেশ উপপরিষদের সদস্য ড. নবনীতা ইসলাম।

ড. নবনীতা ইসলাম বলেন, পরিবেশ বিপর্যয়ের ফলে নারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বরিশাল ও খুলনার মতো দুর্যোগপ্রবণ এলাকায় নির্যাতনের হার বেশি, যেখানে পটুয়াখালীর আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক টয়লেটের অভাবে যৌন সহিংসতার ঘটনা বেড়েছে।

তিনি বলেন, লবণাক্ত পানির কারণে খুলনা অঞ্চলে তালাক এবং বহুবিবাহের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জৈব সার ব্যবহারের ওপর তিনি জোর দেন।

বারসিকের পরিচালক পাভেল পার্থ বলেন, নারী ও প্রকৃতি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করছেন। কিন্তু জলবায়ু সংকট তাদের ওপর কাজের চাপ ও বৈষম্য আরও বাড়িয়ে তুলছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গোলাম ইফতেখার মাহমুদ বলেন, নদীগুলো আজ প্রভাবশালীদের দখলে, যা নদীপারের নারীদের উচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় সঠিক উন্নয়ন দর্শন প্রয়োজন।

বাংলাদেশ গাছরক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, গাছ কাটা ও পরিবেশ দূষণ রোধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, পরিবেশ ও নারীর সংকট পরস্পর সম্পর্কিত। নারীদের পরিবেশ রক্ষার ঐতিহ্য ধরে রেখে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আইনি সীমাবদ্ধতা দূর করে কাঠামোগত পরিবর্তন আনতে পরিবেশ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

সভায় ইউনিসেফ, ডিসএবল ওয়েলফেয়ার সোসাইটি, গ্রীণ ফোর্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। তারা নারীদের পরিবেশ রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার রক্ষা ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উদ্যোগকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, জেনে নিন কী থাকছে

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আর আটকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার

ইংল্যান্ডের ১৩৬ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে : রিজভী

বানানীতে রাব্বি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব

তরুণদের রক্তে ফিরতে পারে ত্বকের তারুণ্য

গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য বজায় রাখতে হবে : সালাহউদ্দিন 

১০

শরতের প্রথম দিন আজ

১১

বিপুল অস্ত্র উদ্ধার, রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

১২

কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’

১৩

৬৩ বছরে পা রাখতেন রক লেজেন্ড আইয়ুব বাচ্চু

১৪

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

১৫

যমুনায় দ্রুত বাড়ছে পানি, প্লাবিত নিম্নভূমি

১৬

শসা খেয়ে পানি খাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১৭

প্রিমিয়ার লিগে যে ইতিহাস গড়লেন সালাহ

১৮

দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়, জানেন না দেব নিজেও

১৯

কত দিন পরপর মাথার বালিশ পরিবর্তন করা উচিত, জানুন বিশেষজ্ঞের পরামর্শ

২০
X