কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

টেকসই অভিযোজনের কৌশলগুলো জানানো গণমাধ‌্যমের দায়িত্ব

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

টেকসই অভিযোজনের কৌশলগুলো জানানো গণমাধ‌্যমের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, গণমাধ‌্যম ও উন্নয়ন সংস্থাসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হোটেলে বিবিসি মিডিয়া অ‌্যাকশন ও গ্লোবাল সেন্টার অন অ‌্যাডাপটেশন- জিসিএর আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

এসময়, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন বিষয়ক ‘Stories of Change - Climate Adaptation with Media and Youth’ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় হয়।

বিবিসি মিডিয়া অ‌্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন যেমন বৈশ্বিক, অভিযোজনও বৈশ্বিক। জলবায়ু নিয়ে করা রিপোর্টের দর্শকও বৈশ্বিক। উন্নত বিশ্বও এক সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করবে। এখনই বাংলাদেশ জলবায়ুর ব্রেকিং পয়েন্টে আছে, যার বাস্তবতা ভয়াবহ, ভবিষ‌্যত কেমন হবে ভাবা কঠিন। উন্নত বিশ্ব নিস্বরণ বাড়াচ্ছে, ক্ষতিগ্রস্থদের বলছে অভিযোজন করতে। বাংলাদেশে সব খাতই জলবায়ুর অভিঘাতের শিকার। উন্নয়ন প্রতিবেদনে জলবায়ুকেও রাখতে পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকেও দেখতে হবে গণমাধ‌্যমকে, জলবায়ু পরিবর্তনই গণমাধ‌্যমের মূল খবর হওয়া উচিৎ।

ব্রিটিশ হাই কমিশনের জলবায়ু ও পরিবেশ টিমের লিডার অ‌্যালেক্স হারভে বলেন, জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষের জন‌্য জ্ঞান সৃষ্টি এবং তা ছড়িয়ে দেয়ার মত কাজ খুবই কঠিন, এ প্রকল্পের মাধ‌্যমে সেটিই করা হয়েছে যাতে করে সাধারণ মানুষের জীবন উন্নত হয়। এখন জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করার কোন সুযোগই নেই যদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন করার অনেক সীমাবদ্ধতাও আছে।

অনুষ্ঠানে গ্লোবাল সেন্টার অন অ‌্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ‌্যাপক ড. প‌্যাট্রিক ভারকুইয়েন ভিডিও বার্তায় বলেন, জলবায়ু জরুরি অবস্থাকালে বাংলাদেশের সাংবাদিক ও তরুণ কন্টেন্ট নির্মাতারা স্থানীয় নেতৃত্বে অভিযোজনের গল্পগুলা তুলে ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। শুধু জলবায়ুর পরিবর্তনের কারণে সৃষ্ট সংকটই নয় তারা ইতিবাচক সমাধানের খবরকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আরও বেশি কন্টেন্টের মাধ‌্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণেরও পরামর্শ দেন তিনি। বিবিসি মিডিয়া অ‌্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের লস অ্যান্ড ড‌্যামেজের বিষয়ে আরও কাজের সুযোগ রয়েছে। গণমাধ‌্যম একটা শক্তিশালী উপকরণ জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের বিষয়ে। আমাদের সামনে অনেক চ‌্যালেঞ্জ আছে কিন্তু তা উত্তরণে করণীয় নির্ধারণে কিছুটা হলেও ঘাটতি রয়েছে। আর এ ঘাটতি মোকাবিলায় সরকার, গণমাধ‌্যম ও উন্নয়ন সংস্থাসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব‌্য রাখেন জিসিএ’র অন্তবর্তী কান্ট্রি ম‌্যানেজার ড. এম ফয়সাল রহমান। তিনি বলেন, এ প্রকল্পের অর্জিত জ্ঞান ভবিষ‌্যতের জন‌্য আরও কাজে লাগবে, বিশ্বের সামনে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরাও সহজ হবে।

জলবায়ু পরিবর্তন ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন বিষয়ক এ প্রকল্পের মাধ‌্যমে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, পটুয়াখালী ও ভোলার ৪০ জন সাংবাদিক এবং ২৪ জন তরুণ কন্টেন্ট নির্মাতাকে জলবায়ু বিষয়ক সাংবাদিকতা ও কন্টেন্ট নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ এবং মেন্টরিং সাপোর্ট দেয়া হয়। একইসঙ্গে ঢাকায় ১৯টি টেলিভিশনের দায়িত্বশীল ব‌্যক্তিদের নিয়েও করা হয় ২টি কর্মশালা। এ প্রক্রিয়ার মধ‌্য দিয়ে গত ৮মাসে সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতারা জলবায়ু পরিবর্তন ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন নিয়ে প্রচার করেছে ১৫০টি প্রতিবেদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৩

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১৪

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৫

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৬

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৭

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১৮

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৯

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

২০
X