কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউরোসায়েন্সেসের পরিচালক অধ্যাপক দীন মোহাম্মদের চুক্তি বাতিল

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালের পরিচালক পদে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের নিয়োগের চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৮ জানুয়ারির প্রজ্ঞাপনমূলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। তিনি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী শাসনামলে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিতে রাখা হয়।

গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণির কর্মচারী আউটসোর্সিংয়ের কর্মচারীরা চিকিৎসকদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় ৩ চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

১০

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

১১

দেবের প্রশংসায় ইধিকা

১২

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

১৩

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৪

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৫

জ্বালানি তেলের দাম কমবে কবে

১৬

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৭

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

২০
X