কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

কেন মানুষের এত আসক্তি পর্নোগ্রাফিতে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পর্নোগ্রাফি নিয়ে আলোচনা প্রায়ই কৌতূহলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সমাজে এটি নিষিদ্ধ, পরিবারে এটি লুকোনো অথচ ইন্টারনেট খুললেই যেকোনো বয়সের মানুষের হাতের মুঠোয় পৌঁছে যায় এ জগৎ।

কিন্তু প্রশ্ন হলো- বাস্তবতা থেকে দূরে থাকা, অনেক সময় নিজেই বিরক্তি সৃষ্টি করা এই কনটেন্ট মানুষ বারবার দেখছে কেন? শুধু শখের বশে? না কি এর পেছনে রয়েছে আরও জটিল মানসিক, সামাজিক ও প্রযুক্তিনির্ভর কারণ?

বিলিয়ন ডলারের বাজার

পর্নোগ্রাফি এখন কেবল গোপন বিনোদন নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক খাত। যুক্তরাষ্ট্রে ২০২২ সালে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত পর্নো ওয়েবসাইটগুলো থেকে আয় হয়েছে প্রায় ১.১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি। গত পাঁচ বছরে এই বাজার গড়ে ১৪.১ শতাংশ হারে বেড়েছে- যা ইঙ্গিত করে, সময়ের সঙ্গে সঙ্গে এই আসক্তিও বেড়েছে।

তরুণেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে

২০১৯ সালে ব্রিটেনে করা একটি জরিপে দেখা যায়, ১৮–২৫ বছর বয়সী ৭৭ শতাংশ পুরুষ এবং ৪৭ শতাংশ নারী জরিপের আগের মাসে পর্নো দেখেছেন। অন্যদিকে, তাদের বেশির ভাগই আবার স্বীকার করেন- বাস্তব জীবনের যৌনতা ও পর্নোতে যা দেখা যায়, তার মধ্যে মিল নেই।

অর্থাৎ, সবাই জানে এটি কল্পনার জগৎ- তবুও মানুষ বারবার তাতে ডুবে যাচ্ছে কেন?

নিষিদ্ধের প্রতি আকর্ষণ, মস্তিষ্কের রসায়ন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, নিষিদ্ধ জিনিসের প্রতি সব সময়ই মানুষের প্রবল আকর্ষণ থাকে। পর্নোগ্রাফিও তাই।

তার ভাষায়, পর্নো দেখার সময় মস্তিষ্কে ডোপামিন ও এন্ডোরফিন নামের হরমোন নিঃসৃত হয়- যেগুলো মানুষের মধ্যে একধরনের তাৎক্ষণিক আনন্দ, উত্তেজনা এবং স্বস্তির অনুভূতি তৈরি করে। এই ‘ভালো লাগা’-ই মানুষকে আবারো আবারো সেখানে ফিরিয়ে নিয়ে যায়।

শিক্ষার অভাব, একাকিত্ব এবং ভুল ধারণা এছাড়াও তরুণদের পর্নোআসক্তির পেছনে আরও কিছু কারণও চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা : যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা না থাকা, হস্তমৈথুন বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে লজ্জা-ভয়, ভুল তথ্য ও বিকৃত কল্পনায় তৈরি ফ্যান্টাসি ও পরিবারে ‘না’ বলা এবং একাকিত্বে থাকা

একজন তরুণ যখন বাইরে বেরোতে পারে না, বন্ধু বানাতে পারে না, তখন সে মোবাইলেই খুঁজে নেয় একান্ত আনন্দ। আর সেখান থেকেই শুরু হয় পর্নোগ্রাফির দিকে যাত্রা। ধীরে ধীরে সেটি একঘেয়েমি কাটানোর সহজ মাধ্যম হয়ে দাঁড়ায়। একসময় তা আসক্তিতে পরিণত হয়।

‘ভয় নয়, আলোচনা দরকার’- বলছেন বিশেষজ্ঞরা

ইনস্টিটিউট অব সাইকোসেক্সুয়াল মেডিসিনের সদস্য ডা. কেট হাওয়েলস বলেন, পর্নোগ্রাফি নিয়ে প্রশ্ন করতে ভয় পেলে চলবে না। মানুষ কী দেখে, কতটা দেখে, কেন দেখে- এসব জানার পাশাপাশি প্রয়োজন শিক্ষার।

তিনি মনে করেন, যৌনশিক্ষার সঙ্গে পর্নোগ্রাফি নিয়ে আলোচনাও থাকা উচিত। কারণ, বাস্তব সম্পর্ক, সম্মান, নারী-পুরুষের ক্ষমতায়ন এসবই প্রভাবিত হয় এই ধরণের কনটেন্টের মাধ্যমে। ইতিমধ্যে যুক্তরাজ্যের ওয়েলস প্রদেশে ২০২২ সাল থেকে পাঠ্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পর্নো আসক্তি থেকে বেরিয়ে আসার উপায়

ডা. আহমেদ হেলাল কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা পর্নো আসক্তি কমাতে কার্যকর হতে পারে- বিজ্ঞানভিত্তিক যৌনশিক্ষা চালু করা, বিকল্প আনন্দ খোঁজা- যেমন গান, সিনেমা, খেলাধুলা, শরীরচর্চা, পরিবার ও সমাজে খোলামেলা আলোচনা, শুধু ওয়েবসাইট বন্ধ নয়, চাহিদা কমানোর ওপর জোর দেওয়া ও ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ চর্চা।

তবে বিশেষজ্ঞদের মতে, এসব কৌশল হতে হবে দীর্ঘমেয়াদি এবং সহানুভূতিশীল। কেবল ‘বাধা’ দিয়েই কাজ হবে না, তৈরি করতে হবে আস্থা ও বিকল্প চিন্তার জায়গা।

পর্নোগ্রাফি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক বাস্তবতা। তরুণদের নিয়ন্ত্রণে নয়, বরং বোঝাতে হবে- কী বাস্তব, কী কল্পনা। কী নিরাপদ, কী ক্ষতিকর।

জ্ঞান, আলোচনা এবং সহানুভূতিই পারে মানুষকে একঘেয়ে পর্নোআসক্তি থেকে সরিয়ে এক আনন্দময়, মানবিক জীবনের দিকে ফেরাতে।

তথ্যসূত্র : বিবিসি, ফোর্বস, দ্য গার্ডিয়ান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (বাংলাদেশ)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতে ইসলামীর 

ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ইসির প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ

৪০ হাজার টাকা বেতনে ভিভো-তে কাজের সুযোগ

ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারাও খেলবে এশিয়ান কাপে

সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’ লিখে হুমকি

যেসব আমলে দ্রুত বিয়ে হয়

ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের ১৫ হাজার ডলার লাগবে

দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : সালাহউদ্দিন

১০

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি : টিউলিপ

১১

গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

১৩

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর, শুটিং বন্ধ 

১৪

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী

১৫

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

১৬

সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

১৭

চাকরিচ্যুতদের অবরোধে ২৫ ব্যাংকের কার্যক্রম ৪ ঘণ্টা বন্ধ

১৮

বুটেক্সের তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

১৯

স্বল্পমূল্যে ইন্টারনেট ও স্মার্টফোন সরবারহ করতে চায় সরকার

২০
X