রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার পদে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক ও ইনসিটু উপপরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শরমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে পরিচালক (চলতি দায়িত্ব) পদে সংযুক্ত করা হয়েছে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইবিএম)।
একই সঙ্গে তেজগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি পরিচালক ও ইনসিটু উপপরিচালক ডা. মো. সেহাব উদ্দিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
মন্তব্য করুন