চুল পড়া এখন খুবই সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ, অপুষ্টি, হরমোনের পরিবর্তন, প্রসব-পরবর্তী সময়, অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার ইত্যাদি নানা কারণে চুল ঝরতে থাকে। তবে কিছু ঘরোয়া উপায় নিয়মিত মানলে চুল পড়া অনেকটাই কমানো যায়।
১. পেঁয়াজের রস (Onion Juice): পেঁয়াজের রসে প্রচুর সালফার থাকে, যা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
পদ্ধতি: একটি পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে মাথার স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করুন।
২. নারকেল তেল ও লেবুর রস: নারকেল তেল চুলকে গভীর থেকে পুষ্টি জোগায় আর লেবুর রস খুশকি দূর করে।
পদ্ধতি: ২ টেবিল চামচ নারকেল তেলের সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
৩. মেথি বীজ (Fenugreek Seeds): মেথিতে প্রোটিন ও নিকোটিনিক এসিড আছে যা চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে সহায়তা করে।
পদ্ধতি: এক মুঠো মেথি বীজ সারা রাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে মাথার ত্বকে লাগান। ৩০-৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. অ্যালোভেরা জেল: অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে, খুশকি কমায় এবং চুল মজবুত করে।
পদ্ধতি: তাজা অ্যালোভেরা জেল সরাসরি স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৫. আমলকী বা আমলা: আমলকীতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চুল পড়া কমায় ও চুল ঘন করে।
পদ্ধতি: শুকনো আমলকী গুঁড়া নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করে ঠান্ডা হলে স্ক্যাল্পে লাগান।
৬. ডিম ও অলিভ অয়েল হেয়ার মাস্ক: ডিমে প্রোটিন ও বায়োটিন থাকে যা চুলকে ভেতর থেকে মজবুত করে।
পদ্ধতি: ১টা ডিমের সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
- প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
- প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান।
- অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন।
- চুলে হঠাৎ করে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার বন্ধ করুন।
- নিয়মিত তেল দিয়ে ম্যাসাজ করুন।
ঘরোয়া উপায় নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে চুল পড়া কমে আসবে। তবে যদি চুল পড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা মাথার একটি নির্দিষ্ট জায়গায় টাক পড়তে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মন্তব্য করুন