আন্তর্জাতিক আর্কাইভস সপ্তাহ ২০২৪ উদযাপন করেছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। আজ সোমবার (৩ জুন) এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে ‘স্মার্ট আর্কাইভস, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
এসময় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় আর্কাইভস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাতীয় আর্কাইভসের গবেষণা সেবা সম্প্রসারণ ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়ে জাতীয় আর্কাইভসকে উন্নত এবং আধুনিক আর্কাইভসে রূপান্তর করা হবে। এ ছাড়া প্রতিমন্ত্রী দুষ্প্রাপ্য রেকর্ডসের সমন্বয়ে একটি নতুন আর্কাইভস গ্যালারির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহীর হেরিটেজ আর্কাইভসের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস)-এর মহাসচিব জালাল আহমেদ, রেজিস্ট্রার অব কপিরাইটস মো. দাউদ মিয়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা।
স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রশিদ। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ।
সেমিনারে জানানো হয়, আন্তর্জাতিক আর্কাইভস সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রদর্শনী আগামী ৯ জুন পর্যন্ত চলবে। প্রদর্শনী ও গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন