উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টার সময় তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে একজন পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করার সময় মোবাইলসহ হাতেনাতে ধরা পড়েন। এ ছাড়া আরও দুই পরীক্ষার্থীকে হলে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করার অভিযোগে আটক করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, আটককৃত তিনজন বর্তমানে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে পুলিশ হেফাজতে রয়েছেন।
মন্তব্য করুন