পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (২৭ মার্চ) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
‘ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন করা হয়। এর আগে গত ২২ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বুধবার সকাল ৯টার পরে আন্দোলনকারীরা এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বৈশ্বিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে সামান্য বেতনে কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। তাই বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়া হলে সরকারের কোনো আর্থিক অর্থ মেটাতে হবে না। পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে বদলি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
মানববন্ধনে ইনডেক্সধারী বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি সরোয়ার হোসেন বলেন, সরকার বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। একের পর এক আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় শিক্ষকরা হতাশ। এখন আমাদের সুস্পষ্ট দাবি হলো- পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপন জারি করে কয়েক লাখ শিক্ষকের বদলির ব্যবস্থা করতে হবে।
পরিষদের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, আমরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করি। সেটাও আবার নিজের বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে। এভাবে চাকরি করা খুব কষ্টসাধ্য। কোনো সেক্টরে এমন দুর্বিষহ চাকরিজীবন নেই।
বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়ার দাবি জানান সংগঠনের সব পর্যায়ের নেতারা।
তারা বলেন, বদলির দাবিতে বিভিন্ন সময় শিক্ষকরা মানববন্ধন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার বদলির উদ্যোগ নিলে বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুটি কর্মশালার আয়োজন করেন। কিন্তু দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে বদলির কাজটি থেমে থাকায় শিক্ষকরা চরম হতাশ। তারা মানবিক দিক বিবেচনায় দ্রুত বদলির ব্যবস্থা করতে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান।
মন্তব্য করুন