

আজকাল ঘরের সাজে টাইলসের ভূমিকা অনেক। মেঝে থেকে শুরু করে দেয়াল, রান্নাঘর বা বাথরুম—সব জায়গাতেই নানা রঙ, নকশা ও টেক্সচারের টাইলস ব্যবহার হচ্ছে। কেউ বেছে নিচ্ছেন মার্বেলের টাইলসের আভিজাত্য, কেউ আবার পোরসেলিন বা সিরামিকের আধুনিকতা।
কিন্তু টাইলসের সৌন্দর্য টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো সঠিক যত্ন ও পরিষ্কার রাখার কৌশল জানা।
আরও পড়ুন : ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস
আরও পড়ুন : শীত আসছে, এসির যেসব কাজ না করলে বিপদ
নিচে টাইলসের ধরন অনুযায়ী পরিষ্কারের কিছু সহজ ও কার্যকর উপায় দেওয়া হলো।
- মাইক্রোফাইবার কাপড়
- সাধারণ ডিটারজেন্ট বা সোপ
- হালকা গরম পানি
- নরম ঝাড়ু বা ব্রাশ
এই উপকরণগুলো ব্যবহার করলেই টাইলসের উজ্জ্বলতা বজায় থাকে এবং দীর্ঘদিন নতুনের মতো ঝকঝকে দেখায়।
বাজারে যে চকচকে রঙিন টাইলস সবচেয়ে বেশি দেখা যায়, তার বেশিরভাগই সিরামিক। এই টাইলস তুলনামূলক নরম, তাই শক্ত ব্রাশ ব্যবহার করা ঠিক নয়।
যেভাবে পরিষ্কার করবেন : ডিশ সোপ বা সাদা ভিনেগার মিশিয়ে হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিন। স্পঞ্জ ব্যবহার করলে বারবার পানি পরিবর্তন করুন। পরিষ্কার শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিন, তাহলে পানির ছোপ ছোপ দাগ পড়বে না।
অতি উচ্চ তাপে তৈরি শক্তপোক্ত পোরসেলিন টাইলস মেঝের জন্য বেশ জনপ্রিয়। এতে মার্বেল বা কাঠের টেক্সচারও কপি করা যায়।
যেভাবে পরিষ্কার করবেন : কুসুম গরম পানিতে তরল সাবান বা ভিনেগার মিশিয়ে মুছে নিন। রান্নাঘর বা বাথরুমের হলদে দাগ তুলতে সপ্তাহে একবার অ্যাসিডিক বা ব্লিচ ক্লিনার সল্যুশন ব্যবহার করতে পারেন।
তবে সাবধান! ক্লিনার ব্যবহারের আগে টাইলসের এক কোণে পরীক্ষা করুন। সবসময় পিএইচ লেভেল ৭ বা নিউট্রাল ক্লিনার ব্যবহার করা নিরাপদ।
লালচে পোড়ামাটির টেরাকোটা টাইলস ঘরে আনে একধরনের গ্রামীণ উষ্ণতা।
যেভাবে পরিষ্কার করবেন : প্রথমে শুকনা কাপড় বা ভ্যাকুয়াম দিয়ে ধুলা মুছে নিন। তারপর হালকা গরম পানি ও ডিশ ওয়াশার মিশিয়ে মুছে ফেলুন। শক্ত দাগের জন্য অক্সালিক অ্যাসিড ও পানির মিশ্রণ কাজে দেয়।
টেরাকোটার মতোই দেখতে কিন্তু উচ্চ তাপে পোড়ানো হয় বলে কুয়েরি টাইলস বেশি মজবুত।
যেভাবে পরিষ্কার করবেন : পিএইচ-নিরপেক্ষ ক্লিনার ব্যবহার করুন। অ্যাসিডিক ক্লিনার থেকে দূরে থাকুন, কারণ এতে টাইলস ক্ষয়ে যেতে পারে।
মরক্কো-প্রেরণায় তৈরি হাতে বানানো এই টাইলসের রঙ ও জ্যামিতিক নকশা চোখে পড়ার মতো।
যেভাবে পরিষ্কার করবেন : দুই-তিন দিন পরপর শুকনা কাপড় দিয়ে ধুলা ঝাড়ুন। কোনো অবস্থাতেই অম্লধর্মী ক্লিনার ব্যবহার করবেন না।
কালো, তামাটে বা রুপালি রঙে মিশ্রিত এই টাইলস সাদা-কালো মনোক্রোম ঘরের জন্য উপযুক্ত।
যেভাবে পরিষ্কার করবেন : দু’এক দিন পরপর ভ্যাকুয়াম করুন বা শুকনা কাপড় দিয়ে মুছে রাখুন। এতে টাইলসের রঙ ও টেক্সচার বজায় থাকবে।
মার্বেল মানেই আভিজাত্য ও প্রাকৃতিক সৌন্দর্য। তবে এটি বেশ ভঙ্গুর এবং সংবেদনশীল।
যেভাবে পরিষ্কার করবেন : অম্লধর্মী ক্লিনার একেবারেই ব্যবহার করবেন না। দাগ পড়লে বেকিং সোডা ও পানির পেস্ট তৈরি করে দাগের জায়গায় লাগান, প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে কয়েক ঘণ্টা রাখুন। তারপর সুতি কাপড় দিয়ে মুছে ফেললে দাগ যাবে আর টাইলস ঝলমল করবে।
- টাইলসের মাঝের ফাঁকে (গ্রাউট লাইনে) ময়লা জমলে বেকিং সোডা ও পানির পেস্ট লাগিয়ে রাতভর রেখে সকালে মুছে নিন।
- স্টিম ক্লিনার ব্যবহার না করাই ভালো, কারণ এতে টাইলসের স্তর ক্ষয়ে যেতে পারে।
- নতুন টাইলস লাগানোর সময় সিলিকন বেজ সিলিং করে নিলে ময়লা ও আর্দ্রতা ঢুকতে পারবে না।
আরও পড়ুন : খাবার টেবিলের গল্প
আরও পড়ুন : যেভাবে ঘরের সৌন্দর্যের অংশ বানাবেন ফ্রিজ
টাইলস শুধু ঘরের সৌন্দর্যের অংশ নয়, এটি ঘরের চরিত্রও ফুটিয়ে তোলে। তাই টাইলসের ধরন বুঝে পরিষ্কারের নিয়ম মেনে চললে বছর বছর নতুন টাইলস বদলাতে হবে না।
সঠিক যত্নই পারে আপনার ঘরকে প্রতিদিন নতুনের মতো ঝকঝকে রাখতে।
মন্তব্য করুন